পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

মৃত্যুর পর সুশান্তকে আরও বেশি করে চিনেছেন সুস্মিতা ? - সুস্মিতা সেনের খবর

মৃত্যুর পর যেন সুশান্ত সিং রাজপুতকে আরও ভালোভাবে চিনেছেন সুস্মিতা সেন । আর তার পুরো ক্রেডিট সুশান্তের ফ্যানেদেরই দিতে চান অভিনেত্রী ।

Sushmita Sen on Sushant Singh ajput
Sushmita Sen on Sushant Singh ajput

By

Published : Jul 7, 2020, 10:36 AM IST

মুম্বই : গতকাল অর্থাৎ 6 জুলাই মুক্তি পেয়েছে সুশান্তের শেষ অভিনীত ফিল্ম 'দিল বেচারা'-র ট্রেলার মুক্তি পেয়েছে । পুরো দেশকে কাঁদিয়ে শেষ হাসিটা হাসলেন সুশান্তই । চেনা-অচেনা নির্বিশেষে যেন প্রত্যেকে সুশান্তের যন্ত্রণার ভাগীদার হতে চাইলেন । বাদ গেলেন না সুস্মিতা সেনও ।

'দিল বেচারা'-র একটা পোস্টার শেয়ার করেছেন বিশ্বসুন্দরী । ক্যাপশনে লিখেছেন, "আমি সুশান্তকে ব্যক্তিগতভাবে চিনতাম না । তবে ওঁর ফিল্ম আর সাক্ষাৎকার দেখেছি । ওঁর মধ্যে একটা অদম্য আবেগপ্রবণ বুদ্ধিদীপ্ত ব্যাপার ছিল ।"

'দিল বেচারা' ছবির দৃশ্য

'আর্য্যা' সুস্মিতা আরও লিখেছেন, "আমার মনে হয় ওঁকে এখন আমি অনেক বেশি চিনেছি । পুরোটাই ওঁর ফ্যানেদের জন্য । নিজের স্বভাব, সরলতা, ভালোবাসা দিয়ে অগণিত মানুষকে ছুঁয়ে গেছে সুশান্ত ।"

'দিল বেচারা'-র প্রতি সংলাপেই জীবনের কথা বলেছেন সুশান্ত । মৃত্যুর কথা ভুলে বাঁচার কথা বলেছেন তিনি । রিয়েল লাইফে তাঁর এই পরিণতি যেন মেনে নিতে পারছেন না কেউই । প্রশ্ন করছেন, "কেন সুশান্ত ?"

ABOUT THE AUTHOR

...view details