মুম্বই : গতকাল অর্থাৎ 6 জুলাই মুক্তি পেয়েছে সুশান্তের শেষ অভিনীত ফিল্ম 'দিল বেচারা'-র ট্রেলার মুক্তি পেয়েছে । পুরো দেশকে কাঁদিয়ে শেষ হাসিটা হাসলেন সুশান্তই । চেনা-অচেনা নির্বিশেষে যেন প্রত্যেকে সুশান্তের যন্ত্রণার ভাগীদার হতে চাইলেন । বাদ গেলেন না সুস্মিতা সেনও ।
'দিল বেচারা'-র একটা পোস্টার শেয়ার করেছেন বিশ্বসুন্দরী । ক্যাপশনে লিখেছেন, "আমি সুশান্তকে ব্যক্তিগতভাবে চিনতাম না । তবে ওঁর ফিল্ম আর সাক্ষাৎকার দেখেছি । ওঁর মধ্যে একটা অদম্য আবেগপ্রবণ বুদ্ধিদীপ্ত ব্যাপার ছিল ।"