মুম্বই : শুধুমাত্র ছবি তোলার জন্য পোশাক ও জুতোর উপর অতিরিক্ত টাকা খরচ করা একেবারেই পছন্দ করেন না সুস্মিতা সেন । আর সেই কারণেই একই পোশাক ও জুতো একাধিকবার পরেন তিনি ।
এ প্রসঙ্গে সুস্মিতা বলেন, "আমি কী ধরনের পোশাক পরি সেটা সবারই জানা । ফ্যাশন সমালোচকদের নিয়ে খুব একটা মাথা ঘামাই না । এক্ষেত্রে আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ হল নিজের ভালো লাগা । আসলে কোনও পোশাক বা জুতো পরে আমি যদি আরাম পাই তাহলে সেটাই পরি ।"
তিনি আরও বলেন, "ফ্যাশন নিয়ে কে আমায় কী বলল তাতে কিছুই যায় আসে না । অনেক সময়ই একই পোশাক ও জুতো একাধিকবার পরি । আসলে একটা ছবি তোলার জন্য পোশাক বা জুতোর উপর বেশি টাকা খরচ করতে আমার একেবারেই ভালো লাগে না ।"
শেষবার সুস্মিতাকে দেখা গিয়েছিল বাংলা ছবি 'নির্বাক'। এরপর বেশ কয়েক বছর পর ওয়েব সিরিজ় 'আরিয়া' দিয়ে ফের স্ক্রিনে কামব্যাক করেন তিনি ।
ফ্যাশন সম্পর্কে তিনি বলেন, "ফ্যাশন আমার মনের মধ্যে রয়েছে । যখন মডেলিং শুরু করেছিলাম তখন বিশ্বের একাধিক জায়গায় যেতে হত । সেখান থেকে ফ্যাশন সম্পর্কে অনেক কিছু জেনেছি । আসলে ফ্যাশন হল একটা বইয়ের মতো । সেটাকে কখনও উপর উপর দেখে বিচার করা ঠিক নয় ।"