মুম্বই : তিনি বিশ্বসুন্দরী । তাঁর সৌন্দর্য্য, তাঁর আভিযাত্য দেখে চোখ ফেরানো দায় । তিনি সুস্মিতা সেন । সেই সুস্মিতাকেও 'আর্য্যা'-র জন্য 30টা লুক টেস্ট দিতে হয়েছিল । শুনলে তাজ্জব লাগছে তাই না ?
সুস্মিতা বললেন, "আমি 'আর্য্যা'-র জন্য 30 টা লুক টেস্ট দিয়েছি । আমাদের স্টাইলিস্ট প্রত্যেকের জন্য আলাদা আলাদা লুক চেয়েছিলেন । আর আমার 30 টা লুক দেখার পর তিনি সন্তুষ্ট হন ।"
এবং এতগুলো লুক টেস্ট করতে একবারও বাঁধেনি সুস্মিতার । তিনি খুব আনন্দের সঙ্গেই প্রতিটা টেস্ট দিয়েছিলেন, জানালেন নিজেই ।