মুম্বই : 2020 সালের অন্যতম বড় ওটিটি হিট হল 'আর্য্যা' । সুস্মিতা সেনের এই ধামাকাদার কামব্যাক মনে থেকে যাবে দর্শকের । তবে 'আর্য্যা'-র গল্প এখনও অসম্পূর্ণ থেকে গেছে । সিজ়ন 2 আসার অপেক্ষায় বসে দর্শক । শুটিং শুরু করলেন সুস্মিতা ।
হ্যাঁ, নিজেই 'আর্য্যা'-র সেট থেকে একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী । সেই লুক, সেই ধূসর টোনের পোশাক..সুস্মিতা নয় যেন আর্য্যাকেই দেখতে পেলেন দর্শক ।
আর্য্যার অন্ধকার জীবন, তার লড়াই, তার কাঠিন্য বোঝাতে কস্টিউম ও লুক নিয়ে বেশ রিসার্চ করেছেন টিম 'আর্য্যা' । সুস্মিতার অভিনয়ের সঙ্গে তাই তাঁর বক্তিত্ব জোরালো ধাক্কা দিয়েছে দর্শক মনে । তবে সেই ব্যক্তিত্বকে ক্যারি করতে পারাও মুখের কথা নয় ।
ছবিটি শেয়ার করে সুস্মিতা লিখেছেন, 'আমাদের জীবনের সমস্যাগুলোর থেকে অনেক বড় আমাদের জীবনটা । এই সত্যিটা আমাদের মুখে হাসি এনে দেয়, সাহস জোগায়, ঘুরে দাঁড়াতে সাহায্য করে ।'
এই কথা সুস্মিতার না আর্য্যার ? হয়তো দু'জনেরই....