মুম্বই : সুশান্তের অ্যামেরিকাবাসী দিদি শ্বেতা সিং কীর্তি রিয়ার তোলা অভিযোগ ওড়ালেন এক লহমায় । শেয়ার করলেন একটি পুরোনো ভিডিয়ো । সেই ভিডিয়োতে সুশান্তকে বলতে শোনা গেল যে, তাঁর দিদি প্রিয়াঙ্কাই তাঁর সবথেকে অন্তরঙ্গ ।
বেশ কয়েকবছর আগে শুট করা সেই ইন্টারভিউতে সুশান্তকে প্রশ্ন করা হয় যে, "তোমার সবচেয়ে কাছের মানুষ কে ?"
এর জবাবে অভিনেতা বলেন যে, "সবাই আমার কাছের । তবে আমার এক দিদি আমার খুব কাছের । কারণ ও আমায় বুঝতে পারে । আমাদের ভাবনা খুব সিমিলার ।"