পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"ভাই যেন জীবন্ত হয়ে উঠল", আসানসোলের শিল্পীর তারিফ করলেন সুশান্তের দিদি শ্বেতা - Sushant Singh Rajput latest news

সুশান্তের মোমের মূর্তি বানিয়ে তাক লাগিয়েছেন আর এক সুশান্ত । মূর্তিটি বানিয়েছেন আসানসোলের বাসিন্দা সুশান্ত রায় ৷ ভাইয়ের সেই মূর্তি দেখে আবেগপ্রবণ সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি ।

sushant singh rajput sister
sushant singh rajput sister

By

Published : Sep 20, 2020, 7:59 PM IST

মুম্বই : সুশান্তের মৃত্যু হত্যা না আত্মহত্যা, সুশান্ত কেন ডিপ্রেশনে ভুগছিলেন, এইসব প্রশ্নে দেশ উত্তাল । তবে সেই সবের মধ্যে না গিয়ে আসানসোলের সুশান্ত রায় নিজের মতো করে শ্রদ্ধা জানিয়েছেন অভিনেতাকে । 10 কেজি মোম গলিয়ে তিনি তৈরি করেছেন সুশান্তের মূর্তি । তা দেখে আবেগপ্রবণ অভিনেতার দিদি শ্বেতা সিং কীর্তি ।

শ্বেতা একটি ভিডিয়ো শেয়ার করেছেন ইনস্টাগ্রামে । সেখানে সুশান্তকে তৈরির পুরো প্রক্রিয়াটা একটি ভিডিয়ো আকারে তুলে ধরা হয়েছে । মোমের তাল থেকে ধীরে ধীরে একটি অবয়ব তৈরি হচ্ছে, তৈরি হচ্ছেন সুশান্ত ।

ভিডিয়োটি শেয়ার করে শ্বেতা লিখেছেন, "মনে হল যেন ভাই আবার জীবন্ত হয়ে উঠল । ধন্যবাদ ।" শ্বেতা কয়েকদিনের জন্য সোশাল মিডিয়া থেকে ছুটি নেবেন ভেবেছিলেন । তবে এই ভিডিয়ো দেখে তিনি আর চুপ থাকতে পারেননি ।

দেখে নিন..

ABOUT THE AUTHOR

...view details