মুম্বই : সুশান্তের ব্যাপারে প্রতিদিন নতুন নতুন তথ্য সামনে আসছে । রহস্য ঘনীভূত হচ্ছে । এবার বোন শ্বেতা সিং কীর্তির নতুন পোস্টে জানা গেল চাঞ্চল্যকর তথ্য । সুশান্ত নাকি জুনের শেষে মেডিটেশন ক্লাস করার প্ল্য়ান করেছিলেন ।
শুধু তাই নয়, প্রতিদিনের রুটিন একটি বোর্ডে লিখে রেখেছিলেন সুশান্ত । সকালে ঘুম থেকে ওঠা শুরু করে বই পড়া, গিটার শেখা, ফিল্ম দেখা সবকিছুই সারিবদ্ধ ভাবে লিখে রেখেছিলেন অভিনেতা ।