মুজ়ফ্ফরপুর : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় সলমান খান, করণ জোহর সহ আটজনের বিরুদ্ধে মুজ়াফ্ফরপুর আদালতে মামলা দায়ের করলেন এক আইনজীবী । অভিযোগপত্রে সলমান ও করণ ছাড়াও নাম রয়েছে আদিত্য চোপড়া, সাজিদ নাদিয়াওয়ালা, সঞ্জয় লীলা বনশালি, ভূষণ কুমার, একতা কাপুর ও দীনেশের । সাত অক্টোবরের মধ্যে তাঁদের আদালতে হাজিরা দিতে বলা হয়েছে ।
আইনজীবী সুধীর কুমার ওঝার অভিযোগ, এই আটজন সুশান্তকে আত্মহত্যা করতে বাধ্য করেছে । যা খুনেরই সমান বলে দাবি করেছেন তিনি । এর আগেও একই আবেদন জমা পড়েছিল । কিন্তু তা শুনতে চায়নি আদালত । এবার ফের নতুন করে বলিউডের এই আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তিনি ।