মুম্বই : করণ জোহরের জনপ্রিয় টক শোয়ে এসে সুশান্তকে নিয়ে মজা করেছিলেন আলিয়া ভাট । আর সেই সুশান্তের মৃত্যুতেই মন খারাপ আলিয়ার ? দুঃখিত করণ ? মেনে নিতে পারছেন না নেটিজেনরা ।
করণের টক শোয়ের একটি এপিসোডে অতিথি হিসেবে এসেছিলেন আলিয়া । সেখানে তাঁকে প্রশ্ন করা হয়, "অভিনয়ের নিরিখে রণবীর সিং, সুশান্ত সিং রাজপুত, বরুণ ধাওয়ানকে কত রেটিং দেবে ?" করণের এই প্রশ্নে আলিয়া বলেন, "সুশান্ত সিং রাজপুত কে ?"
অন্য আর এক এপিসোডে , করণক আলিয়াকে প্রশ্ন করেন, "রণবীর কাপুর, রণবীর সিং, আর সুশান্ত সিং রাজপুতের মধ্যে কাকে বিয়ে করতে চাইবে, কার সঙ্গে বন্ধুত্ব করতে চাইবে আর কাকে হত্যা করতে চাইবে ?" হোস্টের প্রশ্নে আলিয়ার সরাসরি জবাব, "রণবীর কাপুরকে বিয়ে, রণবীর সিংয়ের সঙ্গে বন্ধুত্ব আর সুশান্তকে হত্যা" ।
আলিয়ার এই সমস্ত উত্তর ও করণের প্রতিক্রিয়াকে মাথায় রেখে নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, যাঁকে নিয়ে এত মস্করা, তাঁর প্রয়াণে দুঃখ কীসের ?
করণ আর আলিয়ার বিরুদ্ধে এই সমালোচনা রীতিমতো ট্রেন্ডিং সোশাল মিডিয়ায় । তবে প্রত্যাশিত ভাবেই নিশ্চুপ করণ আর আলিয়া ।