পটনা : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর প্রায় প্রতিদিনই সামনে আসছে কোনও না কোনও নতুন তথ্য । কয়েকদিন আগে সুশান্তের সঙ্গে তাঁর বাবা কৃষ্ণ কুমার সিংয়ের সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছিলেন শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত । এছাড়াও একাধিক মন্তব্য করেছিলেন তিনি । এই মন্তব্যের প্রেক্ষিতে এবার সঞ্জয়কে আইনি নোটিস পাঠালেন সুশান্তের তুতো ভাই ও BJP বিধায়ক নীরজ কুমার বাবলু । ওই নোটিসে তাঁকে প্রকাশ্যে ক্ষমা চাইতেও বলা হয়েছে ।
কয়েকদিন আগে সংবাদমাধ্যমের সামনে সঞ্জয় বলেন, "বাবার দ্বিতীয় বিয়ের সিদ্ধান্তে খুশি ছিলেন না সুশান্ত । সেই বিয়েকে কেন্দ্র করে বাবা ও ছেলের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যায় ।"
যদিও শিবসেনা নেতার এই মন্তব্য সম্পূর্ণ মিথ্যে বলে দাবি করেন নীরজ কুমারের আইনজীবী বিরেন্দ্র কুমার ঝা । তিনি বলেন, "সঞ্জয় রাউত যে মন্তব্যগুলি করেছেন তা মিথ্যে ও পুরোপুরি ভিত্তিহীন । তার প্রেক্ষিতেই তাঁকে ইমেলের মাধ্যমে আইনি নোটিস পাঠানো হয়েছে । পাশাপাশি ওই ধরনের মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতেও বলা হয়েছে ।"