মুম্বই : ফিজ়িক্সের ছাত্র ছিলেন সুশান্ত সিং রাজপুত । অভিনেতা হওয়ার পরেও ফিজ়িক্স নিয়ে চর্চা করতেন সুশান্ত । অ্যাস্ট্রোফিজ়িক্স নিয়েও তাঁর আগ্রহ ছিল তুমুল । টেলিস্কোপ লাগিয়ে ঘণ্টার পর ঘণ্টা আকাশের দিকে তাকিয়ে থাকতেন অভিনেতা । তবে আজ সেসব অতীত ।
সুশান্তের জন্মবার্ষিকীতে তাই তাঁর সেই স্বপ্নকেই বাঁচিয়ে রাখার উদ্যোগ নিলেন দিদি শ্বেতা সিং তিওয়ারি । 'দ্য সুশান্ত সিং রাজপুত মেমোরিয়াল ফান্ড'-এর মাধ্যমে কোনও যোগ্য শিক্ষার্থী অ্যাস্ট্রোফিজ়িক্সের তালিম পাক...চাইছেন শ্বেতা ।