পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

জন্মবার্ষিকীতে সুশান্তের স্বপ্নপূরণ করলেন দিদি শ্বেতা - Sushant Singh Rajput sister wished birthday

জন্মবার্ষিকীতে সুশান্ত সিং রাজপুতের স্বপ্নপূরণ করলেন শ্বেতা সিং কীর্তি । সুশান্তের নামে তৈরি হল একটি ফান্ড 'দ্য সুশান্ত সিং রাজপুত মেমোরিয়াল ফান্ড' । ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়াতে যোগ্য শিক্ষার্থীকে অ্যাস্ট্রোফিজ়িক্স পড়ার সুযোগ করে দেবে 35 হাজার ডলারের এই ফান্ড ।

Sushant Singh Rajput sister wished birthday
Sushant Singh Rajput sister wished birthday

By

Published : Jan 21, 2021, 9:02 AM IST

মুম্বই : ফিজ়িক্সের ছাত্র ছিলেন সুশান্ত সিং রাজপুত । অভিনেতা হওয়ার পরেও ফিজ়িক্স নিয়ে চর্চা করতেন সুশান্ত । অ্যাস্ট্রোফিজ়িক্স নিয়েও তাঁর আগ্রহ ছিল তুমুল । টেলিস্কোপ লাগিয়ে ঘণ্টার পর ঘণ্টা আকাশের দিকে তাকিয়ে থাকতেন অভিনেতা । তবে আজ সেসব অতীত ।

সুশান্তের জন্মবার্ষিকীতে তাই তাঁর সেই স্বপ্নকেই বাঁচিয়ে রাখার উদ্যোগ নিলেন দিদি শ্বেতা সিং তিওয়ারি । 'দ্য সুশান্ত সিং রাজপুত মেমোরিয়াল ফান্ড'-এর মাধ্যমে কোনও যোগ্য শিক্ষার্থী অ্যাস্ট্রোফিজ়িক্সের তালিম পাক...চাইছেন শ্বেতা ।

ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়াতে কোনও এক শিক্ষার্থীকে অ্যাস্ট্রোফিজ়িক্স পড়ার সুযোগ করে দেবে 35 হাজার ডলারের এই ফান্ড । এটা একটা স্কলারশিপের মতো । ইচ্ছুক ছাত্র-ছাত্রীরা আবেদন জানাতে পারেন এই ফান্ড পাওয়ার জন্য ।

আজ বেঁচে থাকলে 35 বছর বয়স হত সুশান্তের । তাঁকে মনে করার এর থেকে ভালো উপায় আর কী হতে পারে ? শ্বেতা লিখেছেন, "যেখানেই আছ ভালো থেকো । আমরা তোমায় খুব ভালোবাসি..."

ABOUT THE AUTHOR

...view details