পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সুশান্তের সঙ্গে ঠিক কী হয়েছিল ? জানতে চান বোন শ্বেতা - সুশান্ত সিং রাজপুতের খবর

সুশান্ত সিং রাজপুতের সঙ্গে আসলে কী হয়েছিল ? ঠিক কোন কারণে তিনি এই চূড়ান্ত পদক্ষেপ নিতে বাধ্য হয়েছিলেন ? এই সত্যি জানতে ধৈর্য্য ধরে বসে রয়েছেন দেশবাসী । অপেক্ষায় অভিনেতার পরিবারও । এই প্রসঙ্গে সম্প্রতি একটি পোস্ট করেছেন সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি ।

sushan singh rajput sister wants justice
sushan singh rajput sister wants justice

By

Published : Jul 29, 2020, 12:52 PM IST

মুম্বই : গতকাল অর্থাৎ 29 জুলাই সুশান্ত সিং রাজপুতের বাবা K.K. সিং অভিনেতার গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে FIR দায়ের করেছেন । আর তার কয়েক ঘণ্টা পরেই সুশান্তের দিদি শ্বেতার সোশাল মিডিয়ায় এল একটা পোস্ট । ন্যায়ের দাবি জানিয়েছেন তিনিও ।

পটনায় সুশান্তের বাড়িতে একটি স্মরণসভার আয়োজন করা হয়েছিল কয়েকদিন আগে । সেই দিনের একটি ছবি শেয়ার করেছেন শ্বেতা । সাদা ফুলে সজ্জিত হয়ে রয়েছে সুশান্তের ছবি ।

ছবির ক্যাপশনে লেখা, "যদি সত্যিটা ম্যাটার না করে, তাহলে কোনওকিছুই ম্যাটার করবে না ! #justiceforsushantsinghrajput" সুশান্তের মৃত্যুর সঙ্গে জড়িয়ে থাকা সত্যিটা জানতে চান শ্বেতা ।

সুশান্তের জন্য ন্যায়ের দাবি জানিয়েছেন শ্বেতা । সঙ্গে এটাও লিখে দিয়েছেন যে, "আমি সবাইকে অনুরোধ করব, কেউ যেন কোনও খারাপ ভাষা ব্যবহার না করে । তবে সত্যির পাশে দাঁড়াতে যেন ভুলে না যাই আমরা.."

দেখে নিন তাঁর পোস্ট...

.

ABOUT THE AUTHOR

...view details