মুম্বই : গতকাল অর্থাৎ 29 জুলাই সুশান্ত সিং রাজপুতের বাবা K.K. সিং অভিনেতার গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে FIR দায়ের করেছেন । আর তার কয়েক ঘণ্টা পরেই সুশান্তের দিদি শ্বেতার সোশাল মিডিয়ায় এল একটা পোস্ট । ন্যায়ের দাবি জানিয়েছেন তিনিও ।
পটনায় সুশান্তের বাড়িতে একটি স্মরণসভার আয়োজন করা হয়েছিল কয়েকদিন আগে । সেই দিনের একটি ছবি শেয়ার করেছেন শ্বেতা । সাদা ফুলে সজ্জিত হয়ে রয়েছে সুশান্তের ছবি ।