মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কেটেছে দু'মাস । কিন্তু, এখনও কোনও কিনারা হয়নি তাঁর মৃত্যু তদন্তের । কেস গেছে CBI-এর হাতে । তারা একে একে সমস্ত সন্দেহভাজনদের তলব করছেন । এই অবস্থায় সামনে এল সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তির একটি ভিডিয়ো ।
সেখানে শ্বেতাকে বলতে শোনা গেল যে, "আমরা চাই আপনারা সকলে একজোট হয়ে সুশান্তের জন্য CBI তদন্তের দাবি করুন । সত্যিটা জানার অধিকার আমাদের আছে । সুশান্তকে ন্যায় পাইয়ে দেওয়ার অধিকার আমাদের আছে ।"