পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"আমাদের সত্যিটা জানার অধিকার আছে", সোশাল মিডিয়ায় ভিডিয়ো শেয়ার শ্বেতার - সুশান্ত সিং রাজপুতের খবর

সুশান্তের সঙ্গে কী হয়েছিল সেটা জানার অধিকার আছে তাঁর পরিবারের । আর সেই অধিকার থেকেই লড়াই করে যাচ্ছেন সিং পরিবার । লড়াইয়ে সামিল হওয়ার আর্জি জানালেন সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি ।

Sushant singh rajput's sister shares video demanding CBI enquiry
Sushant singh rajput's sister shares video demanding CBI enquiry

By

Published : Aug 13, 2020, 10:33 AM IST

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কেটেছে দু'মাস । কিন্তু, এখনও কোনও কিনারা হয়নি তাঁর মৃত্যু তদন্তের । কেস গেছে CBI-এর হাতে । তারা একে একে সমস্ত সন্দেহভাজনদের তলব করছেন । এই অবস্থায় সামনে এল সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তির একটি ভিডিয়ো ।

সেখানে শ্বেতাকে বলতে শোনা গেল যে, "আমরা চাই আপনারা সকলে একজোট হয়ে সুশান্তের জন্য CBI তদন্তের দাবি করুন । সত্যিটা জানার অধিকার আমাদের আছে । সুশান্তকে ন্যায় পাইয়ে দেওয়ার অধিকার আমাদের আছে ।"

আর সেই অধিকার থেকেই লড়াই চালিয়ে যাচ্ছে সুশান্তের পরিবার সহ তাঁর প্রিয় মানুষরা । তারা যেন ধৈর্য্য না হারান, আর্জি শ্বেতার ।

দেখে নিন সেই ভিডিয়ো...

দিদি প্রিয়াঙ্কাকে নিয়ে গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তীর সঙ্গে কথা হয়েছিল সুশান্ত সিং রাজপুতের । সেখানে দিদিকে "খুব খারাপ" বলে উল্লেখ করেছিলেন অভিনেতা । সেই নিয়ে কয়েকদিন আগে থেকে সুশান্তের সঙ্গে তাঁর দিদিদের সম্পর্ক নিয়ে তোলপাড় শুরু হয় নেটপাড়ায় । তবে যাবতীয় গুজব উড়িয়েছিলেন শ্বেতা ।

ABOUT THE AUTHOR

...view details