মুম্বই : সুশান্ত সিং রাজপুতের শেষ অভিনীত ছবি 'দিল বেচারা' । ছবিটির মুক্তি নিয়ে কয়েকদিন ধরেই অনেক প্রশ্ন শোনা যাচ্ছিল । অবশেষে এল উত্তর । 24 জুলাই ডিজ়নি হটস্টারে মুক্তি পাবে 'দিল বেচারা' ।
ছবির পরিচালক মুকেশ ছাবড়া বলেন, "আমার প্রথম পরিচালিত ছবিতে সুশান্ত শুধু হিরোই নয়, আমার সমস্ত সমস্যার উদ্ধারকর্তাও বটে । 'কাই পো চে' থেকে 'দিল বেচারা', পুরো জার্নিটায় আমরা খুব ক্লোজ় ছিলাম ।"
জন গ্রিনের লেখা 'দ্য ফল্ট ইন আউয়ার স্টারস' উপন্যাস অবলম্বনে 'দিল বেচারা' । এই গল্প নিয়ে হলিউডে একটি ফিল্মও তৈরি হয়েছিল, নাম ছিল 'দ্য ফল্ট ইন আওয়ার স্টারস' । সুশান্তের বিপরীতে এই ছবিতে দেখা যাবে সঞ্জনা সাঙ্ঘিকে ।