পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সুশান্তের পঞ্চাশ স্বপ্ন..

সুশান্ত সিং রাজপুতের হাতে লেখা পঞ্চাশ স্বপ্ন ভাইরাল সোশাল মিডিয়ায় ।

Sushant Singh rajput Fifty dreams
Sushant Singh rajput Fifty dreams

By

Published : Jun 15, 2020, 6:50 PM IST

মুম্বই : মহিলাদের আত্মরক্ষার জন্য ট্রেনিং দিতে চেয়েছিলেন, বাচ্চাদের নাচ শেখাতে চেয়েছিলেন, ল্যাম্বরগিনি কিনতে চেয়েছিলেন...সুশান্ত সিং রাজপুতের এমনই পঞ্চাশ স্বপ্ন ভাইরাল সোশাল মিডিয়ায় ।

ট্রেনে করে পুরো ইউরোপ ঘুরতে চেয়েছিলেন সুশান্ত, ISRO/NASA-তে একশো বাচ্চাকে ওয়ার্কশপে পাঠাতে চেয়েছিলেন, প্রিয় পঞ্চাশ গানকে গিটারে তুলতে চেয়েছিলেন...এত স্বপ্ন যাঁর চোখে, সেই মানুষ কীভাবে মৃত্যুর পথ বেছে নিলেন ? স্বপ্নগুলো কি মিথ্যে হয়ে গেল মানসিক যন্ত্রণার কাছে ?

অভিনেতা নিজেই 2019-এর সেপ্টেম্বর মাসে এই স্বপ্নের তালিকা শেয়ার করেছিলেন । তাঁর মৃত্যুর পর ফের একবার ভাইরাল সেই পঞ্চাশ স্বপ্ন । অনুরাগীদের শোকস্তব্ধতার মধ্যে যেন আরও একটু মনখারাপের ছোঁয়া এনে দিল এই তালিকা ।

নেটিজেনদের কেউ এই তালিকা দেখে লিখেছেন, "কি ভালো হাতের লেখা" তো কেউ লিখেছেন, "কি পজ়িটিভ একজন মানুষ !" কেউ কেউ আবার প্রশ্ন তুলেছেন, "কেন এমন করলে সুশান্ত ?"

সৌজন্যে সোশাল মি়ডিয়া..

ABOUT THE AUTHOR

...view details