পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সব রেকর্ড ভেঙে দিল 'দিল বেচারা'-র ট্রেলার - দিল বেচারা ট্রেলার

মাত্র দু'দিন আগে মুক্তি পেয়েছে সুশান্ত সিং রাজপুতের শেষ অভিনীত ছবি 'দিল বেচারা'-র ট্রেলার । আর মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে ভিউজ়ের দিক থেকে সমস্ত রেকর্ড ভেঙে দিল এই ছবি ।

Dil bechara trailer breaks record
Dil bechara trailer breaks record

By

Published : Jul 8, 2020, 8:36 AM IST

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের শেষ অভিনীত ছবি 'দিল বেচারা' । হ্যাঁ, শেষ অভিনীত ছবি । এরপর তাঁকে আর কোনও ছবিতে অভিনয় করতে দেখা যাবে না, সংলাপ বলতে শোনা যাবে না । স্বাভাবিক ভাবেই এই ফিল্ম নিয়ে একটা আলাদা আবেগ ছিল সকলের । তবে সেটা যে এই মাত্রায় পৌঁছবে, কেউ ভাবেননি হয়তো ।

মাত্র 24 ঘণ্টায় ইউটিউবে 32 মিলিয়ন ভিউ পেরোল 'দিল বেচারা'-র ট্রেলার । এখনও পর্যন্ত ট্রেলারটিতে লাইক পড়েছে 7.4 মিলিয়ন, লাফিয়ে লাফিয়ে বাড়ছে সেই সংখ্যাও ।

সুশান্তের সঙ্গে সঞ্জনা সাঙ্ঘি

হলিউডের বিখ্যাত ব্লকবাস্টার দুই ছবি 'অ্যাভেঞ্জার্স : এন্ডগেম' (2019)-এর ট্রেলারে লাইকের সংখ্যা 2.9 মিলিয়ন । সেই রেকর্ডকে ভেঙে পৃথিবীর সর্বার্ধিক লাইকপ্রাপ্ত ছবি হয়ে উঠল 'দিল বেচারা' ।

ফ্যান থেকে শুরু করে বলিউড সেলেব্রিটিরা প্রত্যেকেই চান সুশান্তের শেষ অভিনীত ছবি ব্লকবাস্টার হোক । তাই সবাই নিজের নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকেও শেয়ার করছেন এই ট্রেলার ।

তবে সুশান্তকে শেষবারের মতো বড় পরদায় দেখতে চেয়েছিলেন তাঁর ফ্যানেরা । তাই সিনেমা হলে 'দিল বেচারা'-র মুক্তি দাবি করেছিলেন তাঁরা । সেই আশা হয়তো পূরণ হল না । কিন্তু, তা সত্ত্বেও 'দিল বেচারা' স্মরণীয় হয়ে থাকবে দেশবাসীর মনে, স্মরণীয় হয়ে থাকবেন সুশান্ত ।

ABOUT THE AUTHOR

...view details