মুম্বই : সুশান্ত সিং রাজপুতের সঙ্গে নাকি তাঁর পরিবারের সম্পর্ক খুব একটা ভালো ছিল না । এক রাতে তিন দিদির সঙ্গে নাকি জোর ঝামেলা হয়েছিল সুশান্তের । এতটাই বাড়াবাড়ি হয়ে যায় যে সুশান্তকে হাসপাতালে ভরতি করতে হয় । এমনটাই জানালেন অভিনেতার প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদি ।
শ্রুতির আইনজীবী অশোক সারাওগি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানান, "রিয়া আসার পর থেকে সুশান্ত মাদক নিতেন এ কথা ভুল । আমার মক্কেল সুশান্তকে কাছ থেকে দেখেছেন । সুশান্তের প্রাক্তন দেহরক্ষী এবং চালক সোহেল সাগরই তাঁকে মাদকের সন্ধান দিতেন । রিয়ার সঙ্গে সম্পর্কের আগে থেকেই ।"
শুধু এটুকুই নয়, শ্রুতি আরও কয়েকটি বিস্ফোরক দাবি করেছেন সংবাদমাধ্যমে । বলেছেন, "সোহেল এবং তাঁর দুই বন্ধু আয়ুশ আর আনন্দীর সঙ্গে নিজের বাড়িতেই মাদক সেবন করতেন সুশান্ত । তাঁর বাড়িতে মাঝেমধ্যেই পার্টির আয়োজন করা হত যেখানে উপস্থিত থাকতেন সুশান্তের দিদিরাও ।"