পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

অঙ্কিতার সঙ্গে ব্রেকআপ কষ্ট দিত সুশান্তকে, জানালেন মনোরোগ বিশেষজ্ঞ

অঙ্কিতা লোখান্ডের সঙ্গে সুশান্ত সিং রাজপুতের ব্রেকআপ হয় কয়েকবছর আগে । কিন্তু, মৃত্যুর আগে অবধি সেই ব্রেকআপের যন্ত্রণা কষ্ট দিত অভিনেতাকে । জানালেন সুশান্তের মনোরোগ বিশেষজ্ঞ কেসরি চাভদা ।

Sushant Singh Rajput and Ankita lokhande relationship
Sushant Singh Rajput and Ankita lokhande relationship

By

Published : Jun 20, 2020, 3:30 PM IST

মুম্বই : 'পবিত্র রিশতা' ধারাবাহিকে অভিনয় করার সময় থেকে প্রেম সুশান্ত-অঙ্কিতার । একসঙ্গে লিভ-ইনও করতে শুরু করেন তাঁরা । ছ'বছর সম্পর্কে থাকার পর হঠাৎই খুব অপ্রত্যাশিতভাবে সম্পর্ক ছেদ হয় তারকা দম্পতির । কিন্তু, সেই যন্ত্রণা পিছু ছাড়েনি অভিনেতার থেকে ।

সুশান্তের মনোরোগ বিশেষজ্ঞ কেসরি চাভদা এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানালেন, সুশান্ত বুঝতে পেরেছিলেন যে অঙ্কিতার মতো কেউ ভালোবাসেনি তাঁকে । আর সেই যন্ত্রণা থেকে মৃত্যুর শেষদিন পর্যন্ত বেরোতে পারেননি সুশান্ত ।

অঙ্কিতার পর সুশান্তের জীবনে প্রেম এসেছে একাধিকবার । কখনও কৃতি স্যাননের সঙ্গে তো কখনও রিয়া চক্রবর্তীর সঙ্গে নাম জড়িয়েছে অভিনেতার । বলিউডের এক পরিচালকের মেয়ের সঙ্গেও প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল সুশান্তের, খবর শোনা যায় এমনই । তবে প্রতি ক্ষেত্রেই খুব অল্প সময়ের ব্যবধানে ভেঙে যায় সেই সম্পর্ক ।

.

কেসরি নাকি এমনও জানিয়েছেন যে, রিয়ার ব্যবহারে একেবারেই খুশি ছিলেন না সুশান্ত । তবে রিয়াই সুশান্তের শেষ প্রেম । আর তাঁর সঙ্গে নভেম্বরে বিয়ের পরিকল্পনাও ছিল অভিনেতার ।

সুশান্তের আত্মহত্যা মামলায় এখনও অবধি মুম্বই পুলিশ সুশান্তের রাঁধুনী, কেয়ারটেকার ও ম্যানেজারের বয়ান নিয়েছে । এছাড়াও রিয়া চক্রবর্তী, সুশান্তের বন্ধু ও ফিল্মমেকার মুকেশ ছাবড়াকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details