পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"সুশান্তকে ভুলে গেলেন ?", অঙ্কিতাকে আক্রমণ নেটিজেনদের

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কিছুদিন সোশাল মিডিয়া থেকে দূরে ছিলেন অঙ্কিতা লোখান্ডে । তবে তিনি এখন বেশ অ্যাক্টিভ ইনস্টাগ্রামে । বিভিন্ন সময় বয়ফ্রেন্ড ভিকি জৈনের সঙ্গে সুখী মুহূর্তের ছবি বা ভিডিয়ো শেয়ার করছেন । আর এই নিয়েই আপত্তি নেটিজেনদের ।

Ankita lokhande happy and trolled
Ankita lokhande happy and trolled

By

Published : Nov 27, 2020, 9:23 PM IST

মুম্বই : সুশান্ত সিং রাজপুত মারা যাওয়ার পর অনেকেই বলেছিলেন যে, রিয়া চক্রবর্তী নন, সুশান্তকে সত্যিকারের ভালোবাসতেন অঙ্কিতা লোখান্ডে । তাঁর সঙ্গে সম্পর্ক ভেঙে ঠিক করেননি সুশান্ত । আজ সেই মানুষগুলোই অঙ্কিতাকে আক্রমণ করলেন ।

সুশান্ত মারা যাওয়ার পরেও অঙ্কিতা কীভাবে এত আনন্দে থাকতে পারেন ? প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ । অঙ্কিতা কীভাবে তাঁর ব্যক্তিগত জীবন কাটাবেন, সেই নিয়েও পরামর্শ দিতে শুরু করেছেন এই মানুষগুলো ।

কেউ লিখেছেন, "আপনি সুশান্ত স্যারকে ভুলে গেলেন ?" তো কেউ লিখলেন, "আপনার সুশান্তকে মনে পড়ে না ?"

.

কেউ আবার আরও কদর্য ভাষায় লিখেছেন, "তুমি রোজ ছবি আপলোড কর, আর আমি রোজ তোমায় সুশান্তের কথা মনে করিয়ে দেব । #Shame"

সুশান্তের সঙ্গে অনেকদিনই সম্পর্ক ভেঙেছে অঙ্কিতার । তাঁর জীবনে নতুন প্রেম ভিকি জৈন । অঙ্কিতার এই মুভ অন করে যাওয়াকেই মেনে নিতে পারছেন না নেটিজেনরা । তারা ভুলে যাচ্ছেন যে, সুশান্তও মুভ অন করেছিলেন রিয়ার সঙ্গে ।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত এখনও চলছে । তবে তাঁকে নিয়ে সারা দেশজুড়ে যে তোলপাড় শুরু হয়েছিল সেটা আজ অনেকটাই স্তিমিত ।

ABOUT THE AUTHOR

...view details