মুম্বই : সুশান্ত সিং রাজপুত মারা যাওয়ার পর অনেকেই বলেছিলেন যে, রিয়া চক্রবর্তী নন, সুশান্তকে সত্যিকারের ভালোবাসতেন অঙ্কিতা লোখান্ডে । তাঁর সঙ্গে সম্পর্ক ভেঙে ঠিক করেননি সুশান্ত । আজ সেই মানুষগুলোই অঙ্কিতাকে আক্রমণ করলেন ।
সুশান্ত মারা যাওয়ার পরেও অঙ্কিতা কীভাবে এত আনন্দে থাকতে পারেন ? প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ । অঙ্কিতা কীভাবে তাঁর ব্যক্তিগত জীবন কাটাবেন, সেই নিয়েও পরামর্শ দিতে শুরু করেছেন এই মানুষগুলো ।
কেউ লিখেছেন, "আপনি সুশান্ত স্যারকে ভুলে গেলেন ?" তো কেউ লিখলেন, "আপনার সুশান্তকে মনে পড়ে না ?"