পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সুশান্তের মৃত্যুতে CBI তদন্তের দাবি শত্রুঘ্ন সিনহার - Shatrughan CBI Investigation sushant

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে CBI তদন্তের দাবি জানালেন শত্রুঘ্ন সিনহা । সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে একথা জানান তিনি ।

asd
asd

By

Published : Jul 24, 2020, 7:03 AM IST

মুম্বই : 14 জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ । যদিও অভিনেতার মৃত্যুর কারণ জানা যায়নি । তা নিয়ে ধোঁয়াশায় রয়েছে পুলিশ । আর সেই ধোঁয়াশা কাটাতেই জারি রয়েছে তদন্ত । যদিও রাজ্য পুলিশের তদন্তের উপর আস্থা রাখতে পারছেন না অনেকেই । আর সেই কারণেই CBI তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা । এবার সেই তালিকায় যুক্ত হলেন শত্রুঘ্ন সিনহাও ।

এর আগে সুশান্তের মৃত্যুতে CBI তদন্তের দাবি জানিয়েছিলেন শেখর সুমন, রূপা গাঙ্গুলি, সুশান্তের রিউমর্ড গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তী, কঙ্গনা রানাওয়াত সহ আরও অনেকেই । আর এবার দাবি জানালেন শত্রুঘ্ন সিনহাও ।

সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "এই ঘটনার সঠিক তদন্ত হওয়া প্রয়োজন । কেন সুশান্ত এমন একটা পদক্ষেপ করলেন সেটা প্রকাশ্যে আসা খুবই দরকার ।"

16 জুলাই সুশান্তের একটি ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ট্যাগ করে রিয়া লেখেন, "শ্রদ্ধেয় অমিত শাহ স্যার, আমি সুশান্ত সিং রাজপুতের গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তী । এক মাস হয়ে গেছে সুশান্তের মৃত্যুর পর । সরকারের উপর আমার সম্পূর্ণ আস্থা আছে । ন্যায়ের স্বার্থে আমি আপনার কাছে করজোড়ে অনুরোধ করছি যে, এই মামলায় CBI তদন্তের ব্যবস্থা করুন । আমি জানতে চাই যে, কোন চাপের মুখে পড়ে সুশান্ত এমন একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হল ।"

ABOUT THE AUTHOR

...view details