পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

করণ ও সলমন সহ আরও ছ'জনের বিরুদ্ধে নতুন অভিযোগ দায়ের - সুশান্ত সিং রাজপুতের খবর

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা মামলায় নতুন মোড় । নতুন অভিযোগ দায়ের হল করণ জোহর, সলমন খান, একতা কাপুর, সঞ্জয়লীলা বনসালী, আদিত্য চোপড়া, সাজিদ নাদিয়াওয়ালা, ভূষণ কুমার ও দিনেশ বিজানের বিরুদ্ধে । মামলার নেপথ্যে বিজেপি নেতা ডাক্তার অজিত কুমার ।

another complaint filed against KJO
another complaint filed against KJO

By

Published : Jul 2, 2020, 11:24 AM IST

হাজিপুর : এমনিতেই আইনি জটিলতায় ফেঁসেছিলেন করণ জোহর, সলমন খান, একতা কাপুরের মতো বলিউড প্রভাবশালীরা । এবার জটিলতর সমস্যায় পড়লেন তাঁরা । বিজেপি নেতা ডাক্তার অজিত কুমার আট বলিউড ব্যক্তিত্বের বিরুদ্ধে মানহানির মামলা করলেন হাজিপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে ।

করণ জোহর, সলমন খান, একতা কাপুর, সঞ্জয়লীলা বনসালী, আদিত্য চোপড়া, সাজিদ নাদিয়াওয়ালা, ভূষণ কুমার ও দিনেশ বিজানের বিরুদ্ধে দায়ের হল মানহানি মামলা ।

অজিত ও তাঁর তিন আইনজীবী শিবকুমার, শম্ভুনাথ সিং এবং শিবপ্রতাপ মিশ্রের দাবি যে, সুশান্ত আত্মহত্যা করেননি । বরং এই আট প্রভাবশালীর ষড়যন্ত্রে পড়ে মানসিকভাবে নির্যাতিত হয়েছেন তিনি এবং চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন ।

আরও পড়ুন : সুশান্তের আত্মহত্যা মামলায় আরও চার বলিউড সেলেবের বিরুদ্ধে FIR

অজিত কুমার জানান, "আমরা যে কোনও মূল্যে সুশান্তকে ন্যায় দেব । গান্ধিজির পথ অনুসরণ করেই চলবে আমাদের লড়াই ।"

তবে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি কোনও অভিযুক্তের তরফ থেকে ।

ABOUT THE AUTHOR

...view details