মুম্বই : সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা মামলায় আজ অর্থাৎ 18 জুলাই যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়ার স্টেটমেন্ট রেকর্ড করল মুম্বই পুলিশ । আজ সকালবেলা বান্দ্রা পুলিশ স্টেশন যান আদিত্য ।
এর আগে যশরাজ ফিল্মসের (YRF) সঙ্গে সুশান্তের চুক্তিপত্র খতিয়ে দেখেছে পুলিশ । ডাকা হয়েছে YRF-এর কাস্টিং ডিরেক্টর শানু শর্মাকে । শোনা গেছে যে, সুশান্তের সঙ্গে তিনটি ছবির চুক্তি হয়েছিল এই বিখ্যাত প্রযোজনা সংস্থার ।
রিপোর্ট বলছে, সুশান্তকে প্রথম ছবির জন্য 30 লাখ, দ্বিতীয় ছবির জন্য 60 লাখ এবং তৃতীয় ছবির জন্য এক কোটি টাকা দেওয়ার কথা ছিল YRF-এর । তবে দ্বিতীয় ছবি হিট হলে তবেই তৃতীয় ছবি করার কথা ছিল সুশান্তের । এবং দ্বিতীয় ছবি হিট হয়েছে কিনা, সেটা নির্ধারণ করার স্বত্ব ছিল YRF-এরই ।