পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সুশান্তের মৃত্যুর মামলায় রায়দান স্থগিত রাখল সুপ্রিম কোর্ট - Supreme Court

আজ সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলার রায়দান স্থগিত রাখেন বিচারপতি । 13 অগাস্টের মধ্যে সব পক্ষকে লিখিত দিতে বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফে ।

sdf
sdf

By

Published : Aug 11, 2020, 9:26 PM IST

Updated : Aug 11, 2020, 9:32 PM IST

দিল্লি : 'রাজনৈতিক প্রভাব খাটানো' থেকে শুরু করে ‘রাজনীতিকরণ’ সহ একাধিক যুক্তি খাঁড়া করেছিলেন রিয়া চক্রবর্তী । আবেদন জানিয়েছিলেন, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলা বিহার থেকে মুম্বইয়ে স্থানান্তরের জন্য । তবে আজ শীর্ষ আদালতে দীর্ঘ সওয়াল জবাব চলার পর রায় দান স্থগিত রাখেন বিচারপতি । পরবর্তী শুনানি 13 অগাস্ট ।

রিয়ার হয়ে আজ আদালতে সওয়াল করেন শ্যাম দিভান । তিনি জানান, পটনা পুলিশ যে FIR দায়ের করেছে তার সঙ্গে ঘটনার কোনও যোগাযোগ নেই । তাই বিহার পুলিশের মামলাটিকে স্থানান্তর করে দেওয়া উচিত । এছাড়া ঘটনার 38 দিন পর FIR দায়ের করা হয়েছে । তাতে রাজ্যের প্রভাব আছে এবং পক্ষপাতিত্ব আছে । রাজনৈতিক প্রভাবও রয়েছে ।

অন্যদিকে শীর্ষ আদালতকে রিয়া বলেন, "আমি সুশান্তকে ভালোবাসতাম । তাঁর মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়েছিলাম । কিন্তু, এখন আমাকেই দোষী বলা হচ্ছে ।"

এরপর সওয়াল-জবাব চলাকালীন একাধিক বিষয় শীর্ষ আদালতের সামনে তুলে ধরেন সুশান্তের পারিবারিক আইনজীবী বিকাশ সিং । এ বছরের ফেব্রুয়ারিতে সুশান্তের পরিবারের তরফে মুম্বইতে যে অভিযোগ দায়ের করা হয়েছিল সেই প্রসঙ্গও তুলে ধরেন । তাঁর বক্তব্য, "কী নিয়ে ভয় পাচ্ছে মুম্বই পুলিশ ? রিয়াকে গ্রেপ্তার করতে চাইছে না তারা ।"

এদিকে মহারাষ্ট্র সরকারের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভির দাবি, রাজনৈতিক কারণেই বিহার পুলিশকে তদন্তে নামানো হয়েছে । বিহার ভোটের জেরেই এই সব করা হচ্ছে । ভোটের পর এই মামলার আর কিছুই শোনা যাবে না ।

দীর্ঘ সওয়াল জবাব চলার পর অবশেষে আজ রায়দান স্থগিত রাখেন বিচারপতি । 13 অগাস্টের মধ্যে সব পক্ষকে লিখিত দিতে বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফে ।

এর মধ্যেই রিয়া সহ তাঁর পরিবারের সদস্যদের জেরা করছে ED । 7 অগাস্ট প্রথমবার রিয়াকে টানা সাড়ে 8 ঘণ্টা জেরা করা হয় । এরপর 8 অগাস্ট ম্যারাথন জেরার মুখে পড়তে হয় রিয়ার ভাই শৌভিক চক্রবর্তীকে । টানা 18 ঘণ্টা ধরে তাঁকে জেরা করেন তদন্তকারীরা । গতকাল রিয়া ও শৌভিককে ফের জেরা করেন তদন্তকারীরা । ছিলেন রিয়ার বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তীও । টানা 9 ঘণ্টা জেরা করা হয় তাঁদের ।

Last Updated : Aug 11, 2020, 9:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details