মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কেটে গিয়েছে আড়াই মাস । যতদিন দিন যাচ্ছে ততই ঘনীভূত হচ্ছে অভিনেতার মৃত্যু রহস্য । স্বজনপোষণ ছাড়াও উঠে আসছে মাদক সেবন ও কেনাবেচা সংক্রান্ত একাধিক চাঞ্চল্যকর অভিযোগ । সূত্রের খবর, মাদক সেবন করতেন রিয়া চক্রবর্তীর বাবা ইন্দ্রজিৎও ।
সুশান্ত মৃত্যু মামলার তদন্ত শুরু করেছে CBI । প্রায় প্রতিদিনই সামনে আসছে নতুন নতুন তথ্য । এদিকে রিয়ার কল রেকর্ড খতিয়ে দেখে মাদক যোগ পান ED-র তদন্তকারীরা । এরপর বিষয়টিকে দেখার জন্য নারকোটিকস কন্ট্রোল বিওরোকে (NCB) লিখিতভাবে জানান তাঁরা । সেই মতো রিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করে NCB ।
এরপরই রিয়ার হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে তাঁর মাদক চক্রের সঙ্গে জড়িত থাকার ইঙ্গিত পান তদন্তকারীরা । সেই সঙ্গে রিয়ার হোয়াটসঅ্যাপ চ্যাট থেকেই উঠে এসেছে সুশান্তের ইভেন্ট ম্যানেজার জয়া সাহা এবং গোয়ার হোটেল ব্যবসায়ী গৌরব আর্যর নামও । এরপর তদন্তের সময় আব্বাস লাখনি ও করণ অরোরা নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে NCB । তাদের থেকে গাঁজাও উদ্ধার করা হয়েছে বলে NCB-র তরফে জানানো হয়েছে । এরপর আব্বাসের সূত্র ধরে জ়াইদ ভিলাত্রা নামে এক ব্যক্তির হদিশ পায় তদন্তকারীরা ।
NCB-কে জিজ্ঞাসাবাদের সময় জ়াইদ জানিয়েছে, বান্দ্রায় একটি খাবারের দোকান রয়েছে তার । কিন্তু, লকডাউনের মধ্যে দোকান একেবারেই চলছিল না । তাই বাধ্য হয়ে রোজগারের জন্য গাঁজা কেনাবেচা শুরু করে ।
সূত্রের খবর, সম্প্রতি সামনে এসেছে রিয়ার ভাই সৌভিকের হোয়াটসঅ্যাপ চ্যাটও । মাদক লেনদেনের সঙ্গে যে তিনিও যুক্ত ছিলেন চ্যাট থেকে সেই ইঙ্গিত পেয়েছেন তদন্তকারীরা । জানা গিয়েছে, বাবা ইন্দ্রজিতের জন্যও মাঝেমধ্যে মাদকদ্রব্য কিনতেন তিনি ।