মুম্বই : সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা নিয়ে জিজ্ঞাসাবাদ করতে বান্দ্রা থানায় ডাকা হল রিয়া চক্রবর্তীকে । সঙ্গে সুশান্তের বাবা আর দুই বোনকেও তলব করা হল । IANS সূত্রে জানা যাচ্ছে এই খবর ।
সাদা পোশাকে মাস্ক পরে উশকো-খুশকো চুলে এদিন রিয়াকে দেখা গেল বান্দ্রা থানায় । মুখে তাঁর শোকের ছাপ । শোনা গেছে যে, আসন্ন নভেম্বরেই সুশান্তের সঙ্গে বিয়ের ঠিক হয়েছিল রিয়ার । সুশান্তের এক দূর সম্পর্কের ভাই এই কথা জানিয়েছেন ।