পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Sushant Singh Rajput case : সারা আর রিয়া একইসঙ্গে 'ডুবিস' রোল করতেন ? - এনসিবি ও রিয়া চক্রবর্তী

এনসিবি-র জিজ্ঞাসাবাদে ফের চাঞ্চল্যকর দাবি করলেন রিয়া চক্রবর্তী ৷ অভিনেত্রী জানান, সারা আলি খান আর তিনি নাকি একইসঙ্গে 'ডুবিস' রোল করতেন ৷

Sushant Singh Rajput case : সারা আলি খানের সঙ্গে মাদক গ্রহণ নিতেন রিয়া, দাবি অভিনেত্রীর
Sushant Singh Rajput case : সারা আলি খানের সঙ্গে মাদক গ্রহণ নিতেন রিয়া, দাবি অভিনেত্রীর

By

Published : Jun 8, 2021, 9:20 AM IST

মুম্বই , 8 জুন : সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে নয়া মোড় ৷ এনসিবি-র জিজ্ঞাসাবাদে ফের চাঞ্চল্যকর দাবি করলেন রিয়া চক্রবর্তী ৷ অভিনেত্রী জানিয়েছেন, সারা আলি খানের সঙ্গে মাদক গ্রহণ করতেন অভিনেত্রী ৷

সম্প্রতি রিয়ার হাতে লেখা বয়ানের একটি প্রতিলিপি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ সেই বয়ানে রিয়া স্পষ্ট জানিয়েছেন, সারা ছিল মাদক নেওয়ার তাঁর অন্য়তম সঙ্গী তিনি ৷ রিয়ার বয়ান অনুযায়ী, সারা নিজের হাতে বানানো গাঁজা সবসময় তাঁর সঙ্গে রাখতে রাখতেন ৷ এমনকি, মাদক নিলে মন সতেজ হয়, এমন একাধিক পরামর্শও দিতেন রিয়াকে ৷

আরও পড়ুন :অক্সিজেন সাপোর্টে রয়েছেন দিলীপ কুমার, অবস্থা স্থিতিশীল

শুধুমাত্র সারা আলি খানের প্রসঙ্গ টেনেই থেমে থাকেননি রিয়া ৷ অভিনেত্রী জানান, তাঁর সঙ্গে সুশান্তের সম্পর্ক তৈরি হওয়ার আগে থেকেই মাদক আসক্ত ছিলেন সুশান্ত ৷ এমনকি, এবিষয়ে ওয়াকিবহাল ছিলেন সুশান্তের দিদি ও জামাইবাবুও ৷

একের পর এক রহস্যমোচন হচ্ছে সুশান্ত সিং রাজপুত মৃত্যু তদন্তে ৷ 2020 সালের 14 জুন মৃত্যু হয় সুশান্ত সিংয়ের ৷ যার সবথেকে বেশি প্রভাব পড়েছে বলিউডে ৷ কখনও মাদক মামলা তো কখনও স্বজনপোষন এমন নানান বিষয়ে নিয়ে বলিউডকে নিন্দার সম্মুখীন হতে হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details