পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সুশান্ত মামলায় নতুন মোড়, অমিত শাহের অফিস থেকে চিঠি CBI দপ্তরে - সুশান্ত সিং রাজপুতের খবর

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত করুক CBI অর্থাৎ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, চিঠি পাঠালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।

Amit Shah letter to CBI enquiry for Sushant Singh Rajput
Amit Shah letter to CBI enquiry for Sushant Singh Rajput

By

Published : Jul 15, 2020, 7:55 PM IST

Updated : Jul 15, 2020, 10:35 PM IST

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত করছিল মুম্বই পুলিশ । কিন্তু তাতে মোটেই সন্তুষ্ট ছিলেন না সুশান্তের কোটি কোটি ফ্যান । CBI তদন্তের দাবি জানিয়ে সোশাল মিডিয়ায় সোচ্চার হয়েছিলেন তাঁরা । সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপের আবেদন জানিয়েছিলেন তাঁরা । অবশেষে কাজ হল । সুশান্তের মৃত্যুর তদন্তভার CBI-এর হাতেই তুলে দেওয়া হল ।

ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ CBI দপ্তরে চিঠি পাঠিয়েছেন সুশান্তের মৃত্যুর তদন্ত খতিয়ে দেখার বিষয়ে । জানা গেল বিহারের প্রাক্তন সাংসদ পাপ্পু যাদবের টুইটার হ্যান্ডলের সৌজন্যে ।

পাপ্পু যাদব অমিত শাহকে লিখিত আবেদন জানিয়েছিলেন CBI তদন্তের জন্য । আর সেই চিঠি যে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে গৃহীত হয়েছে এবং অমিত শাহ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে লিখিতভাবে জানিয়েছেন সুশান্তের মৃত্যুর তদন্তের জন্য, সেকথা পাপ্পুই জানিয়েছেন ।

টুইটারে তিনি অমিত শাহের লেখা চিঠির একটি ছবি শেয়ার করেছেন । পাপ্পু যাদব লিখেছেন, "অমিত শাহজী, আপনি চাইলে এক মিনিটে সুশান্ত মামলায় CBI তদন্ত হতে পারে । বিষয়টা এড়িয়ে যাবেন না !"

দেখে নিন তাঁর টুইট..

Last Updated : Jul 15, 2020, 10:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details