মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত করছিল মুম্বই পুলিশ । কিন্তু তাতে মোটেই সন্তুষ্ট ছিলেন না সুশান্তের কোটি কোটি ফ্যান । CBI তদন্তের দাবি জানিয়ে সোশাল মিডিয়ায় সোচ্চার হয়েছিলেন তাঁরা । সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপের আবেদন জানিয়েছিলেন তাঁরা । অবশেষে কাজ হল । সুশান্তের মৃত্যুর তদন্তভার CBI-এর হাতেই তুলে দেওয়া হল ।
ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ CBI দপ্তরে চিঠি পাঠিয়েছেন সুশান্তের মৃত্যুর তদন্ত খতিয়ে দেখার বিষয়ে । জানা গেল বিহারের প্রাক্তন সাংসদ পাপ্পু যাদবের টুইটার হ্যান্ডলের সৌজন্যে ।