মুম্বই : সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা মামলায় সঞ্জয়লীলা বনসালীকে সমন পাঠিয়েছিল মুম্বই পুলিশ । আর আজই পরিচালককে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেল PTI সূত্রে ।
অবসাদের কারণেই সুশান্তের আত্মহত্যা, প্রাথমিক ভাবে এই ধারণা হয়েছে পুলিশের । তাই সেই অবসাদের কারণগুলোকে পরিষ্কার করতে ইন্ডাস্ট্রির একাধিক ব্যক্তিত্বকে প্রশ্ন করবেন তাঁরা ।
বনসালীর 'রামলীলা' ছবিতে সুশান্তের কাজ করার কথা ছিল । কিন্তু, অন্য কাজের চাপে সেই কাজ করে উঠতে পারেননি সুশান্ত । ফলে অফার চলে যায় রণবীর সিংয়ের কাছে । সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে পরিচালকের সঙ্গে ।