পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সুশান্তের আত্মহত্যা মামলায় আজই প্রশ্ন করা হবে সঞ্জয়লীলাকে - সঞ্জয়লীলা বনসালীর খবর

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা মামলায় সঞ্জয়লীলা বনসালীকে আজ অর্থাৎ 6 জুলাই জিজ্ঞাসাবাদ করবে মুম্বই পুলিশ । সুশান্তের অবসাদের পিছনে প্রকৃত কারণগুলোর খোঁজ করছে পুলিশ আর সেই কারণেই সঞ্জয়কে তলব ।

Sanjay leela bhansali to be questioned by mumbai police
Sanjay leela bhansali to be questioned by mumbai police

By

Published : Jul 6, 2020, 12:11 PM IST

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা মামলায় সঞ্জয়লীলা বনসালীকে সমন পাঠিয়েছিল মুম্বই পুলিশ । আর আজই পরিচালককে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেল PTI সূত্রে ।

অবসাদের কারণেই সুশান্তের আত্মহত্যা, প্রাথমিক ভাবে এই ধারণা হয়েছে পুলিশের । তাই সেই অবসাদের কারণগুলোকে পরিষ্কার করতে ইন্ডাস্ট্রির একাধিক ব্যক্তিত্বকে প্রশ্ন করবেন তাঁরা ।

বনসালীর 'রামলীলা' ছবিতে সুশান্তের কাজ করার কথা ছিল । কিন্তু, অন্য কাজের চাপে সেই কাজ করে উঠতে পারেননি সুশান্ত । ফলে অফার চলে যায় রণবীর সিংয়ের কাছে । সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে পরিচালকের সঙ্গে ।

আরও পড়ুন : সুশান্তের আত্মহত্যা মামলায় সঞ্জয়লীলাকে সমন পাঠাল পুলিশ

ইতিমধ্যেই 29 জনের স্টেটমেন্ট রেকর্ড করেছে মুম্বই পুলিশ । সুশান্তের পরিবার, বন্ধু-বান্ধব, গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তী, কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া, কো-স্টার সঞ্জনা সাঙ্ঘির মতো একাধিক নাম রয়েছে সেই তালিকায় ।

সুশান্তের আত্মহত্যা মামলায় কোনও আলোকপাত করতে পারবেন সঞ্জয়লীলা ? উত্তর দেবে সময় ।

ABOUT THE AUTHOR

...view details