মুম্বই : মুম্বইয়ের আম্বোলি থানায় হাজিরা দিলেন করণ জোহরের প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনের CEO অপূর্ব মেহতা । সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে আজ জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে ।
14 জুন সকালে বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্তের ঝুলন্ত দেহ । ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পুলিশের বক্তব্য, আত্মহত্যাই করেছেন তিনি । তবে কেন তিনি আত্মহত্যা করলেন তা অবশ্য এখনও জানা যায়নি । ঘনিষ্ঠদের দাবি, ইন্ডাস্ট্রির মধ্যে কোণঠাসা হয়েই এই সিদ্ধান্ত নেন তিনি । আবার কারও মতে সম্পর্কের টানাপোড়েন থেকে বাঁচতেই আত্মহননের পথ বেছে নেন অভিনেতা । আত্মহত্যার সঠিক কারণ জানতে শুরু হয়েছে তদন্ত । অভিনেতার পেশাগত ও ব্যক্তিগত দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা ।