পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

মৃত্যুর দিন সুশান্তের ফ্ল্যাটে অপরিচিত যুবতি, কে তিনি ? - CCTV footage shows a mystery woman

মহারাষ্ট্র পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবতির নাম জমিলা । তিনি রিয়া চক্রবর্তীর ভাই শৌভিকের বান্ধবী । সূত্রের খবর, জমিলা তাঁর অন্য বন্ধু প্রিয়ঙ্কা খেমানি ও মহেশ শেট্টির সঙ্গে সুশান্তর মৃত্যুর খবর শুনে ঘটনাস্থানে গিয়েছিলেন । যদিও সেখানে মোতায়েন থাকা পুলিশ কর্মীরা তাঁকে সুশান্তের বাড়িতে ঢুকতে দেননি । তাই বাড়ির কর্মীদের সঙ্গে দেখা করেই সেখান থেকে চলে যান তিনি । ভিডিয়োতে দেখা গিয়েছে, ওই সময় জমিলার পরনে ছিল একটি নীল টপ ও বাদামি রঙের প্যান্ট ।

asd
asd

By

Published : Aug 18, 2020, 7:36 PM IST

মুম্বই : সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর প্রায় প্রতিদিনই সামনে আসছে কোনও না কোনও নতুন তথ্য । ইতিমধ্যে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বেশ কয়েকটি ছবি ও ভিডিয়ো । সুশান্তের মৃত্যুর দিন তাঁর ফ্ল্যাটের নিচে এক যুবতিকে দেখতে পাওয়া যায় । যদিও তাঁর পরিচয় জানা যাচ্ছিল না । সম্প্রতি তাঁর পরিচয় জনা গিয়েছে ।

মহারাষ্ট্র পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবতির নাম জমিলা । তিনি রিয়া চক্রবর্তীর ভাই শৌভিকের বান্ধবী । সূত্রের খবর, জমিলা তাঁর অন্য বন্ধু প্রিয়ঙ্কা খেমানি ও মহেশ শেট্টির সঙ্গে সুশান্তর মৃত্যুর খবর শুনে ঘটনাস্থানে গিয়েছিলেন । যদিও সেখানে মোতায়েন থাকা পুলিশ কর্মীরা তাঁকে সুশান্তের বাড়িতে ঢুকতে দেননি । তাই বাড়ির কর্মীদের সঙ্গে দেখা করেই সেখান থেকে চলে যান তিনি । ভিডিয়োতে দেখা গিয়েছে, ওই সময় জমিলার পরনে ছিল একটি নীল টপ ও বাদামি রঙের প্যান্ট ।

এদিকে ভিডিয়ো ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে ওই যুবতিকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন উঠতে শুরু করে বিভিন্ন মহলে । সুশান্তের মৃত্যুর তদন্তে তাঁকে কেন জিজ্ঞাসাবাদ করা হল না সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে । এ প্রসঙ্গে BJP নেতা সুব্রমনিয়ম স্বামী বলেন, "আসলে মহারাষ্ট্র পুলিশ জানত যে কী ঘটতে চলেছে । তারা এই বিষয়ে আগে থেকেই প্রস্তুত ছিল ।" ওই যুবতিকে কেন এতদিন ধরে জিজ্ঞাসাবাদ করা হয়নি তা নিয়ে প্রশ্নও তোলেন তিনি ।

যত দিন যাচ্ছে ততই যেন জটিল হয়ে পড়ছে সুশান্তের মৃত্যুর তদন্ত । তিনি আত্মহত্যা করেছেন এটা যেন মেনে নিতে পারছেন না অনেকেই । আর সেই তালিকায় রয়েছেন একাধিক বলি তারকা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বও । প্রাণবন্ত সুশান্ত যে নিজেকে এভাবে শেষ করে দিতে পারেন সেটা মানতে রাজি নন তাঁরা । আর সেই কারণেই CBI তদন্তের দাবি জানিয়েছে প্রয়াত অভিনেতার পরিবারের সদস্য থেকে শুরু করে অনেকেই ।

ABOUT THE AUTHOR

...view details