পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

রিয়ার সঙ্গে স্ক্রিন শেয়ার করার কথা ছিল সুশান্তের ! - Sushant and Rhea movie

পরিচালক রুমি জাফরের পরবর্তী ছবিতে রিয়ার সঙ্গে স্ক্রিন শেয়ার করার ছিল সুশান্তের । কিন্তু, অভিনেতার মৃত্যুর সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গিয়েছে সেই প্রোজেক্ট । এই ছবি আর কখনওই করবেন না বলে জানিয়েছেন পরিচালক ।

df
sdfs

By

Published : Jun 16, 2020, 11:41 AM IST

মুম্বই : রবিবার বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ । মৃত্যুর আগে মুকেশ ছাবড়ার ছবিতে অভিনয় করেন তিনি । মে মাসে মুক্তির কথা থাকলেও লকডাউনের জেরে পিছিয়ে যায় ছবি মুক্তি । শোনা যাচ্ছে, রিউমর্ড গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তীর সঙ্গে নাকি একটি ছবি করার কথা ছিল তাঁর । সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে একথা জানান পরিচালক রুমি জাফরে ।

রুমির পরবর্তী ছবিতে রিয়ার সঙ্গে স্ক্রিন শেয়ার করার ছিল সুশান্তের । মে মাসেই ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল । কিন্তু, লকডাউনের জেরে তা পিছিয়ে যায় । এ প্রসঙ্গে সাক্ষাৎকারে রুমি বলেন, "একটা রোম্যান্টিক কমেডি ছবিতে সুশান্তের সঙ্গে কাজ করার কথা ছিল রিয়ার । মে মাসেই শুটিং শুরু হওয়ার কথা ছিল । কিন্তু, লকডাউনের জেরে পিছিয়ে যায় । শাহরুখ খান ও গোবিন্দার বড় ভক্ত ছিলেন সুশান্ত । গোবিন্দার নাচ খুবই পছন্দ ছিল তাঁর । এমনকী, তিনি নিজেও নাচতে খুবই ভালোবাসতেন । তাই এই ছবিতে সুশান্তের নাচ তুলে ধরার ইচ্ছে ছিল আমার । সেই মতো সব প্রস্তুতিও নিচ্ছিলাম । কিন্তু, সব শেষ হয়ে গেল । আমি এই ছবি আর বানাব না । কারণ এটা লিখেছিলাম সুশান্ত মাথায় রেখেই ।"

ইন্ডাস্ট্রিতে সুশান্তের তেমন কোনও বন্ধু ছিল না । কিন্তু, তিনি কাজকে খুবই ভালোবাসতেন বলে জানিয়েছেন রুমি । এ প্রসঙ্গে বলেন, "কাজের প্রতি সুশান্তের অসম্ভব ভালোবাসা ছিল । লকডাউনের মধ্যে ছবির স্ক্রিপ্টও পড়েছিলেন তিনি । কাজ শুরু করার কথা ছিল আমাদের । কিন্তু, লকডাউনের জেরে তা পিছিয়ে যায় । শুটিং শুরু করতে পারছিলেন না বলে খুবই মন খারাপ ছিল তাঁর ।"

মেসেজে প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যুর খবর দিয়ে সুশান্তকে সাবধানে থাকতে বলেছিলেন রুমি । সেই মেসেজের উত্তরও দিয়েছিলেন সুশান্ত ।

রবিবার সকালে বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্তের ঝুলন্ত দেহ । ঘনিষ্ঠদের দাবি, কয়েক মাস ধরে অবসাদে ভুগছিলেন তিনি । তবে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি তাঁর ফ্ল্যাট থেকে । ঠিক কী কারণে সুশান্ত আত্মঘাতী হন, তা জানা যায়নি এখনও পর্যন্ত । বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details