দিল্লি : 2019 সাল পর্যন্ত সুশান্ত সিং রাজপুতের কোনও সমস্যাই ছিল না । রিয়া চক্রবর্তী তাঁর জীবনে আসার পরই সব বদলে যায় । একাধিক সমস্যা দেখা দেয় তাঁর জীবনে । এভাবেই ফের একবার রিয়ার বিরুদ্ধে মন্তব্য করলেন সুশান্তের পরিবারিবারিক আইনজীবী বিকাশ সিং ।
একটি সর্বভারতীয় সংবাদসংস্থাকে এ প্রসঙ্গে তিনি বলেন, "2019 পর্যন্ত সুশান্ত সিং রাজপুতের কোনও সমস্যা ছিল না । রিয়া চক্রবর্তী তাঁর জীবনে আসার পর থেকেই অস্থির থাকতেন । পরিবার এটাকে উদ্বেগ বলেই জানত । তবে সুশান্ত যে বাইপোলার ডিসঅর্ডার বা অবসাদে ভুগছিলেন সেকথা কারও জানা ছিল না ।"
শুনুূন সুশান্তের পারিবারিক আইনজীবীর বক্তব্য 14 জুন সকালে বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্তের ঝুলন্ত দেহ । তারপর যতদিন যাচ্ছে ততই ঘনীভূত হচ্ছে তাঁর মৃত্যুরহস্য । রিয়ার হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে মাদক চক্রের সঙ্গে তাঁর জড়িত থাকার ইঙ্গিত পান তদন্তকারীরা ।
এদিকে আজ সকালে রিয়া চক্রবর্তী ও সুশান্ত সিং রাজপুতের সহকারী স্যামুয়েল মিরান্ডার মুম্বইয়ের বাড়িতে তল্লাশি অভিযান চালায় নারকোটিকস কন্ট্রোল বিওরোর (NCB) পাঁচ সদস্যের একটি দল । তল্লাশির পর রিয়ার ভাই সৌভিক চক্রবর্তী ও স্যামুয়েলকে আটক করেন তদন্তকারীরা । তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।