মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর এক মাসেরও বেশি সময় কেটে গিয়েছে । কিন্তু, তিনি কী কারণে আত্মহত্যা করেছেন তা অবশ্য এখনও পর্যন্ত জানা যায়নি । এরই মধ্যে কয়েকদিন আগে এই ঘটনায় FIR দায়ের করার জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের কাছে আবেদন জানিয়েছিলেন BJP সাংসদ মনোজ তিওয়ারি । তবে ঘটনার এতদিন পরও কেন FIR দায়ের করা হল না এবার সেই প্রশ্নের উত্তর দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুব্রমনিয়ম স্বামী ।
14 জুন সকালে বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্তের ঝুলন্ত দেহ । ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পুলিশের বক্তব্য, আত্মহত্যা করেছেন তিনি । যদিও তাঁর আত্মহত্যার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি । আর তা জানতেই তদন্ত শুরু করেছে মহারাষ্ট্র পুলিশ । কিন্তু, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও FIR দায়ের করা হয় । তা নিয়েও প্রশ্ন তুলেছেন একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব ।