মুম্বই : ফের একবার মুম্বই এল CBI-এর আর একটি টিম । IANS সূত্রে জানা যাচ্ছে খবরটি । অভিনেতার পরিবার থেকে পুনরায় মেডিকেল টিম গঠনের দাবি করা হয়েছে সম্প্রতি । তারপরেই এজেন্সির এই সিদ্ধান্ত বলে শোনা যাচ্ছে ।
CBI-এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, সুশান্ত মামলায় সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে । যথেষ্ট পেশাদারিত্বের সঙ্গেই চলছে তদন্ত ।
IANS সূত্রে জানা যাচ্ছে, "তদন্তের স্বার্থে নির্দিষ্ট সময় অন্তর একটি করে CBI টিম মুম্বই আসবে । এছাড়াও এজেন্সির মুম্বই ব্রাঞ্চের অফিসাররা তো রয়েছেনই ।"