পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সুশান্ত মামলার তদন্তে ফের মুম্বইতে CBI - সুশান্ত মামলা

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে আরও কিছু প্রমাণ জোগাড়ের জন্য মুম্বই এল CBI । অভিনেতার পরিবার থেকে পুনরায় মেডিকেল টিম গঠনের দাবি করা হয়েছে সম্প্রতি । তারপরেই এজেন্সির এই সিদ্ধান্ত ।

Sushant Singh Rajput CBI
Sushant Singh Rajput CBI

By

Published : Oct 7, 2020, 8:48 PM IST

মুম্বই : ফের একবার মুম্বই এল CBI-এর আর একটি টিম । IANS সূত্রে জানা যাচ্ছে খবরটি । অভিনেতার পরিবার থেকে পুনরায় মেডিকেল টিম গঠনের দাবি করা হয়েছে সম্প্রতি । তারপরেই এজেন্সির এই সিদ্ধান্ত বলে শোনা যাচ্ছে ।

CBI-এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, সুশান্ত মামলায় সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে । যথেষ্ট পেশাদারিত্বের সঙ্গেই চলছে তদন্ত ।

IANS সূত্রে জানা যাচ্ছে, "তদন্তের স্বার্থে নির্দিষ্ট সময় অন্তর একটি করে CBI টিম মুম্বই আসবে । এছাড়াও এজেন্সির মুম্বই ব্রাঞ্চের অফিসাররা তো রয়েছেনই ।"

তবে কারা কারা মুম্বই এসেছেন সেই নামগুলো জানা যায়নি ।

অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের তরফ থেকে জানানো হয়েছে যে, সুশান্ত আত্মহত্যাই করেছেন । খুনের তত্ত্ব উড়িয়ে দেওয়া হয়েছে এক ঝটকায় । এই সিদ্ধান্তে একেবারেই সন্তুষ্ট নন সুশান্তের পরিবার ।

সিং পরিবারের আইনজীবী বিকাশ সিংয়ের ছেলে বরুণ সিং এই মর্মে একটি চিঠি লিখেছেন CBI চিফকে । AIIMS-এর ফরেন্সিক রিপোর্টকে "ত্রুটিপূর্ণ ও অসম্পূর্ণ" বলে দাবি করা হয়েছে সেই চিঠিতে ।

ABOUT THE AUTHOR

...view details