পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ডিজিটালে নয়, সিনেমা হলে মুক্তি পাবে 'সুরজ পে মঙ্গল ভারী'

15 নভেম্বর সিনেমা হলে মুক্তি পেতে চলেছে 'সুরজ পে মঙ্গল ভারী'। এই ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে মনোজ বাজপেয়ী, দিলজিৎ দোসাঞ্জ, ফতিমা সানা শেখকে ।

asd
asd

By

Published : Nov 9, 2020, 4:10 PM IST

মুম্বই : ডিজিটাল প্ল্যাটফর্মে নয়, 'সুরজ পে মঙ্গল ভারী' মুক্তি পেতে চলেছে সিনেমা হলে । 15 নভেম্বর মুক্তি পাবে ছবিটি । এই ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে মনোজ বাজপেয়ী, দিলজিৎ দোসাঞ্জ, ফতিমা সানা শেখকে ।

দেশে কোরোনা থাবা বসানোর সঙ্গে সঙ্গেই সংক্রমণ ঠেকাতে বন্ধ করে দেওয়া হয়েছিল সিনেমা হল । সেই সময় একাধিক হিন্দি ছবি মুক্তি পেয়েছিল ডিজিটাল প্ল্যাটফর্মে । সেই তালিকায় রয়েছে 'গুলাবো সিতাবো', 'শকুন্তলা দেবী', 'সড়ক 2', 'গুঞ্জন সাক্সেনা : দা কার্গিল গার্ল' সহ একাধিক ছবি । প্রায় 7 মাস পর সরকারি অনুমতি পেয়ে সব বিধিনিষেধ মেনে খুলেছে সিনেমা হল । কিন্তু, কোরোনা পরিস্থিতির মধ্যে হলের দর্শক সংখ্যা নিয়ে দ্বিধাগ্রস্ত রয়েছেন নির্মাতারা । আর সেই কারণে এই পরিস্থিতিতে ছবি মুক্তির জন্য অনেকেই বেছে নিয়েছেন ডিজিটাল প্ল্যাটফর্মকে ।

এদিকে 'সুরজ পে মঙ্গল ভারী' প্রথমে মুক্তি পাওয়ার কথা ছিল ডিজিটাল প্ল্যাটফর্মে । 13 নভেম্বর মুক্তি পেত ছবিটি । কিন্তু, পরে তা হলে রিলিজ় করার সিদ্ধান্ত নেওয়া হয় নির্মাতাদের তরফে । এ প্রসঙ্গে ছবির পরিচালক অভিষের শর্মা বলেন, "আমি ডিজিটাল রিলিজ়ের পক্ষপাতী নই । আমার কাছে সিনেমা তৈরি করা হয় সিনেমা হলে মুক্তি পাওয়ার জন্য । প্রযোজনা সংস্থা আমার এই কথা মেনেছে তার জন্য তাদেরকে অনেক ধন্যবাদ । এই পরিস্থিতির মধ্যে এটাই প্রথম ছবি যা হলে মুক্তি পেতে চলেছে ।"

কোরোনা পরিস্থিতির মধ্যে একাধিক বিগ বাজেটের ছবি মুক্তি পেয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মে । এ প্রসঙ্গে অভিষেক বলেন, "আমি কোনও ছবির নাম নিতে চাই না, কিন্তু একাধিক ছবি মুক্তি পেয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মে আর এখনও বেশ কয়েকটি মুক্তি পেতে চলেছে । এই সিনেমাগুলি হলে মুক্তি পেলে ভালোই চলত । জানি না সেই ছবিগুলির নির্মাতারা কেন অপেক্ষা করলেন না । আমি মনে করি সিনেমা তৈরি হয় তা হলে মুক্তি পাওয়ার জন্য, ডিজিটাল প্ল্যাটফর্মে নয় ।"

ABOUT THE AUTHOR

...view details