লস অ্যাঞ্জলস : কোরোনার থাবা থেকে বাচ্চাদের বাঁচাতে অ্যামেরিকাকেই বেশি নিরাপদ মনে হল সানি লিওনের । তাই এই লকডাউনের মধ্য়েও লস অ্যাঞ্জলস পাড়ি দিলেন সানি লিওন ।
সম্প্রতি সোশাল মিডিয়ায় লস অ্যাঞ্জলস থেকেই একটি ছবি শেয়ার করেছেন সানি । বাগানের সিঁড়িতে বাচ্চাদের নিয়ে বসে তিনি । সেই পোস্টের ক্যাপশনেই অভিনেত্রী জানিয়েছেন যে, বাচ্চাদের সুরক্ষার্থে অ্যামেরিকা চলে গেছেন তিনি ।
সানি লিখেছেন, "বাচ্চারা থাকলে নিজেদের প্রায়োরিট ও ভালো থাকাটা গৌণ হয়ে যায় । আমি আর ড্যানিয়েল দু'জনের কাছেই সুযোগ ছিল যে আমরা বাচ্চাদের আরও নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি, এই অদৃশ্য জীবাণুর থেকে বাঁচাতে পারি । বাড়ি থেকে দূরে আমার আরও একটি বাড়ি আর সেখানকার একটি গুপ্ত বাগান এটি ।"
বোঝা গেল সানিরা ইতিমধ্য়েই পৌঁছে গেছেন লস অ্যাঞ্জেলসে । অভিনেত্রী জানালেন যে, তাঁর মা বেঁচে থাকলে তিনিও এটাই চাইতেন । এরপর সবাইকে মাদার্স ডে-র শুভেচ্ছা জানিয়েছেন সানি ।
দেখে নিন সেই পোস্ট...