পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

থাইল্যান্ডে পুরস্কার প্রাপ্তি সানির - সানি লিওনের খবর

থাইল্যান্ডের 13 তম এশিয়ান বিজ়নেস ও সোশলা ফোরামে তিনটি পুরস্কার পেলেন সানি লিওন । এই সম্মান পেয়ে উচ্ছ্বসিত অভিনেত্রী । IANS-কে জানালেন নিজের অনুভূতির কথা ।

Sunny Leone latest news
Sunny Leone latest news

By

Published : Feb 10, 2020, 7:02 PM IST

মুম্বই : প্রতি বছরই গুগলে সর্বাধিক সার্চড ব্যক্তিত্ব হিসেবে নাম ওঠে সানি লিওনের । তাঁর জনপ্রিয়তা নিয়ে নতুন করে কোনও শব্দ অপচয়ের প্রয়োজন নেই । তবে এবার শুধুমাত্র অভিনেত্রী বা নৃত্যশিল্পী হিসেবে নয়, একজন বিজ়নেস ওম্য়ান হিসেবেও তাক লাগিয়ে দিলেন সানি ।

থাইল্যান্ডের এই সম্মানজনক অ্যাওয়ার্ডের মঞ্চে তিনটি ক্য়াটেগরিতে পুরস্কৃত হলেন সানি । 'এশিয়া ওয়ান ওম্যান এম্পাওরমেন্ট অ্যাওয়ার্ড' (Asia One Women empowerment Award), 'ফর্টি আন্ডার ফর্টি' (40 under 40) ও 'ইনফ্লুয়েনশিয়াল এশিয়ান অ্যাওয়ার্ড অ্যান্ড ইন্ডিয়াজ় ফাস্টেস্ট গ্রোয়িং ব্র্যান্ড' ( Influential Asian Award and India's Fastest Growing Brand) অ্যাওয়ার্ডে ভূষিত হলেন তিনি ।

গর্বিত সানি..

IANS-কে সানি বলেন, "আমার কসমেটিক লাইন আমারই একটা অংশ । এই উদ্যোগের প্রতিটা টুকরোকে আমি আর আমার টিম সঠিক ভাবে গড়ে তুলতে চেয়েছি । স্টারস্ট্রাক-এর পুরো টিম ও স্বামী ড্য়ানিয়েল ছাড়া এই ব্র্যান্ডে আন্তর্জাতিক পরিচিতি সম্ভব হত না ।"

সানিকে সহযোগিতা করতে এদিন তাঁর সঙ্গে ছিলেন স্বামী ড্যানিয়েল ওয়েবার । জীবনের প্রতিটা ক্ষেত্রেই তিনি সানির পাশে থাকেন, অভিনেত্রী নিজেই জানিয়েছেন বিভিন্ন সাক্ষাৎকারে ।

কাজের ক্ষেত্রে সানিকে এর পরে দেখা যাবে 'কোকা কোলা' সিনেমায় ।

ABOUT THE AUTHOR

...view details