মুম্বই : লোকসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল জানার জন্য উদগ্রীব দেশ। সমস্ত নিউজ় চ্যানেলগুলোতে সকাল থেকেই চলছে আলোচনা-পর্যালোচনা। আর এইসবের মাঝেই বিজেপি প্রার্থী সানি দেওলের প্রসঙ্গে কথা বলতে গিয়ে সানি লিওনের নাম নিয়ে ফেললেন এক জার্নালিস্ট। আর মুহূর্তে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এই ছোট্ট ভুলটা।
সাংবাদিকতার দুনিয়ায় সুপরিচিত সেই জার্নালিস্টের বক্তব্য বেশ মূল্য়বান। ফলে ভুলটা অনেক বেশি হাইলাইটেড হবে সেটাই স্বাভাবিক। খবরটা পৌঁছেছে স্বয়ং সানি লিওনের কানেও। আর তিনি এই পুরো বিষটির প্রতিক্রিয়াস্বরূপ একটি পোস্টও করেছেন সোশাল মিডিয়ায়।