পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

বাড়িতে ঘুমিয়েই কাটাচ্ছেন সানি, অভিযোগ ড্যানিয়েলের

ভিডিয়োটি শেয়ার করে সানি লেখেন, "এখনই ভিডিয়োটা দেখলাম ! কাল আমি তোমাকে দেখাব যে এই অপরিষ্কার মানুষটা সারাদিন ঠিক কী করে ! প্রতিশোধ !!"

sdf
sdf

By

Published : Apr 20, 2020, 2:19 PM IST

মুম্বই : লকডাউনের মধ্যে এখন বাড়িতেই রয়েছেন বলি তারকারা । বাদ যাননি সানি লিওনিও । কিন্তু, তিনি নাকি এই সময় বাড়ির কোনও কাজই করছেন না । শুধুই ঘুমাচ্ছেন । এমনকী, সানির রান্না করা খাবার অসম্ভব বাজে বলে জানিয়েছেন তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবার ।

সম্প্রতি ইনস্টাগ্রামে ড্যানিয়েলের একটি ভিডিয়ো শেয়ার করেন সানি । সেখানে ড্যানিয়েলকে হাতে কতগুলি প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে । গোটা ভিডিয়োতেই সানির নামে মুখে ভালো ভালো কথা বলেন তিনি । কিন্তু, তাঁর হাতে লেখা প্ল্যাকার্ডে দেখা যায় অন্য কিছুই ।

ভিডিয়োর শুরুতে ড্যানিয়েল বলেন, "বাড়িতে থাকলে সানি আমাকে খুবই সাহায্য করে । জামা-কাপড় কাচা থেকে শুরু করে অন্য একাধিক বিষয়ে আমাকে সাহায্য় করে সে । এমনকী, সানির রান্নার হাতও খুবই ভালো । যে কোনও পোশাকে তাকে খুব সুন্দর দেখতে লাগে ।" তবে ভিডিয়োতে সানির নামে এই ধরনের ভালো ভালো কথা উল্লেখ করলেও, অন্যকথা বলে তাঁর প্ল্যাকার্ডগুলি ।

প্ল্যাকার্ডে লেখা ছিল, "আমাকে সাহায্য করুন ! সানি আমাকে পাগল করে দেবে । সারাদিন ঘুমাচ্ছে । আর ওর রান্না, মুখেই তোলা যায় না । ভীষণ কুঁড়ে । বাড়িতে সারাক্ষণ পাজামা পরে থাকে আর সেলফি তুলে যায় ।" এর মধ্যেই ভিডিয়োতে পিছন দিয়ে সানিকে একদিক থেকে অন্য দিকে যেতে দেখা যায় । তারপর ড্যানিয়েলকে দেখে সেখানে চলে আসেন তিনি । স্ত্রীকে দেখে সঙ্গে সঙ্গে হাত থেকে প্ল্যাকার্ড নামিয়ে ফেলেন ড্যানিয়ল ।

এদিকে ভিডিয়োটি শেয়ার করে সানি লেখেন, "এখনই ভিডিয়োটা দেখলাম ! কাল আমি তোমাকে দেখাব যে এই অপরিষ্কার মানুষটা সারাদিন ঠিক কী করে ! প্রতিশোধ !!"

সানি ও ড্যানিয়েলের তিন সন্তান । নিশার বয়স 4 আর নোয়া ও আশেরের বয়স এক । লকডাউনের মধ্যে সন্তানদের নিয়েই সময় কেটে যাচ্ছে সানির । কিছুদিন আগে ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করে তিনি বলেন, "লকডাউন খুব একটা সহজ নয় । আমার তিন সন্তান । তারা খুবই ছোটো । তাদের প্রতি এই সময় অনেক বেশি মনোযোগ দিতে হয় । সারাক্ষণ ঘর পরিষ্কার রাখা । তাদের খেয়াল রাখা । এই সব কাজ করতে গিয়ে অনেক সমস্যা হয় ।"

30 মিনিটের মধ্যে কীভাবে মাস্ক তৈরি করা যায় সেটা ফ্যানদের কিছুদিন আগে শিখিয়েছিলেন সানি । সেখানে ডাইপার দিয়ে মাস্ক বানাতে দেখা গিয়েছিল তাঁকে ।

ABOUT THE AUTHOR

...view details