পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

নিজের হাতে জিরাফকে খাওয়ালেন সানি - নিজের হাতে জিরাফকে খাওয়ালেন সানি

সম্প্রতি একটি নতুন ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করেন সানি । সেখানে নিজের হাতে একটি জিরাফকে খাওয়াতে দেখা গিয়েছে তাঁকে ।

sdf
sdf

By

Published : Jun 2, 2020, 5:11 PM IST

মুম্বই : লকডাউনের মধ্যেই তিন সন্তান ও স্বামী ড্যানিয়েল ওয়েবারকে নিয়ে অ্যামেরিকায় চলে যান সানি লিওনি । সন্তানদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেন তিনি । এখনও সেখানেই রয়েছেন তাঁরা । আর প্রায় প্রতিদিনই কিছু না কিছু পোস্ট করছেন সোশাল মিডিয়ায় । সম্প্রতি একটি নতুন ভিডিয়ো পোস্ট করেন তিনি । সেখানে নিজের হাতে একটি জিরাফকে খাওয়াতে দেখা গিয়েছে তাঁকে ।

ভিডিয়োতে লাল টি শার্টের সঙ্গে মুখে কালো মাস্ক পরেন সানি । আর দেওয়ালের উপরে মুখ ঝুলিয়ে দাঁড়িয়ে রয়েছে একটি জিরাফ । হাতে কিছু খাবার নিয়ে তা জিরাফের মুখের সামনে তুলে ধরেন অভিনেত্রী । সঙ্গে সঙ্গে মুখ বাড়িয়ে তা খেয়ে নেয় ওই জিরাফটি । নিজের হাতে তাকে খাইয়ে আনন্দিত সানি ।

ভিডিয়োর ক্যাপশনে সানি লেখেন, "দুটি সংকটের মধ্যেও আমারা ওয়াইল্ড লাইফ লার্নিং সেন্টারকে সাহায্য করতে পারছি । এটা আশীর্বাদ । এই কেন্দ্রের সবাই বন্য প্রাণীদের খাওয়ানো ও যত্ন নিতে যথেষ্ট পরিশ্রম করছে ।"

তবে শুধু সানিই নয় । ওই জিরাফকে নিজের হাতে খাওয়ান ড্যানিয়েলও । আর সেই ভিডিয়ো নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন তিনি নিজেই ।

লকডাউনের মধ্যেই নিশা, নোয়া ও আশেরকে নিয়ে অ্যামেরিকায় চলে যান সানি ও ড্যানিয়েল । কোরোনা সংক্রমণের হাত থেকে সন্তানদের বাঁচাতেই এই সিদ্ধান্ত নেন তাঁরা । সেখানে নিজেদের মতো সময় কাটাতে দেখা গিয়েছে তাঁদের । কখনও ফার্ম থেকে সবজি তুলছেন । আবার কখনও মুক্ত বাতাস নিতে সময় কাটাচ্ছেন প্রকৃতির মাঝে । আর সেই সব মুহূর্তের ছবি পোস্ট করছেন সোশাল মিডিয়ায় ।

ABOUT THE AUTHOR

...view details