পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'ঈশ্বরের আপন দেশে' জলের মাঝে ফটোশুট সানির, মুগ্ধ ভক্তরা - সানি লিওন

'স্প্লিটসভিলা' শো-এর শ্যুটিংয়ের জন্য আপতত কেরলে রয়েছেন সানি লিওন ৷ সেখানেই অনন্য পোশাকে, নানা বিভঙ্গে দেখা গেল সুন্দরী সানিকে ৷ ইনস্টাগ্রামে নিজেই সেই ছবি পোস্ট করে তাক লাগিয়ে দিলেন ভক্তদের ৷

sunny-leone-did-a-photoshoot-in-kerala and post in instagram-fans-are-fascinated
sunny-leone-did-a-photoshoot-in-kerala-fans-are-fascinated

By

Published : Feb 19, 2021, 6:08 PM IST

কেরল, 19 জানুয়ারি : 'ঈশ্বরের আপন দেশে' জলকেলি 'মৎসকন্যা'র ! 'মৎসকন্যা'টি সানি লিওন হলে যা হওয়ার তাই হয়েছে ৷ মুগ্ধ গোটা দুনিয়ার অনুরাগীরা ৷

'স্প্লিটসভিলা' শো-এর শ্যুটিংয়ের জন্য আপতত কেরলে রয়েছেন সানি লিওন ৷ সেখানেই অনন্য পোশাকে, নানা বিভঙ্গে দেখা গেল সুন্দরী সানিকে ৷ ইনস্টাগ্রামে নিজেই সেই ছবি পোস্ট করে তাক লাগিয়ে দিলেন ভক্তদের ৷ দেখা গেল, অনন্ত জলরাশির মাঝে ভাসমান নৌকো ৷ নৌকোয় বসে সানি লিওন ৷ পরনে লাল ও সোনালি রঙের ব্লাউজ এবং একই রঙের ছোটো ঝুলের কেরালার মুণ্ডু শাড়ির মতো এক ধরনের পোশাক ৷ যার আঁচল নেই, দেখতে স্কার্টের মতো ৷ ফিউশন পোশাকের সঙ্গে কানে পরেছেন সোনার দুল, পায়ে সোনার নুপুর, দু'হাত ভরতি লাল চুড়ি ৷ সানি তাঁর ছবির ক্যাপশন দিয়েছেন, "ইন লাভ উইথ গডস ওন কান্ট্রি, #কেরালা" ৷

সানির ছবি ইনস্টাগ্রামে প্রকাশ পেতেই শুরু হয়েছে লাইকের বন্যা

বিখ্যাত সেলিব্রিটি ডিজ়াইনার এবং স্টাইলিস্ট হিতেন্দ্র কপোপারা সাজিয়ে তুলেছেন সানিকে ৷ ‘স্প্লিটসভিলা’ শোয়ের জন্য সানির সঙ্গেই আছেন তিনি ৷

আরও খবর: ভারতীয় দলের হয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে চান সানি লিওন !

এদিকে সোশাল মিডিয়া প্লাটফর্মে নয়া অবতারের সানির ছবি প্রকাশ পেতেই শুরু হয়েছে লাইকের বন্যা ! ছবিগুলি পোস্ট করার 1 ঘণ্টার মধ্যে 1 লাখ ছাড়িয়েছে লাইক ৷ কমেন্ট বক্সে উপচে পড়ছে স্বপ্নসুন্দরীর প্রতি অনুরাগীদের ভালোবাসা আর প্রশংসা ৷

ABOUT THE AUTHOR

...view details