চণ্ডীগড় : বীণা বেদি নামে ওই মহিলাকে এক পাকিস্তানি ট্র্যাভেল এজেন্ট কুয়েতে বিক্রি করে দিচ্ছিলেন বলে অভিযোগ। বীণাকে ৩০ হাজার টাকার একটি হাউজ়কিপিংয়ের চাকরি জুটিয়ে দেবেন বলে লোভ দেখিয়ে কুয়েতে নিয়ে যাওয়া হচ্ছিল।
সানি ঘটনাটির আঁচ পেয়ে তখনই যোগাযোগ করেন বিদেশমন্ত্রকের সঙ্গে। এই কাজে সানিকে দুই NGO-ও খুব সাহায্য করে। এই দুই NGO-র মধ্যে একটি কুয়েতে অবস্থিত। সবার মিলিত উদ্যোগে উদ্ধার করা হয় বীণাকে। ইতিমধ্যে তিনি বাড়িও পৌঁছে গেছেন।