মুম্বই : টেলিভিশন কমেডির ক্ষেত্রে একটা বেঞ্চমার্ক তৈরি করেছিলেন সুনীল গ্রোভর । তাঁর মতো অভিনেতা কমই আছেন । তবে কোথাও যেন তাঁর যোগ্যতাকে পুরোপুরি ব্যবহার করা হয়নি । কিন্তু, এবার সময় এসেছে, একটু একটু করে সূর্যমুখীর মতো ফুটে উঠছেন সুনীল ।
তাঁর পরবর্তী ওয়েব সিরিজ়ের নামও 'সানফ্লাওয়ার' । টেলিভিশন, সিনেমার পর এবার ওয়েব সিরিজ় মাতাতে আসছেন সুনীল ।
'কুইন' পরিচালক বিকাশ বহলের পরিচালনায় আসছে 'সানফ্লাওয়ার' । আর মুখ্যচরিত্রে রয়েছেন সুনীল ।