মুম্বই : কঙ্গনা রানাওয়াতের দিদি রঙ্গোলি চান্দেল সোশাল মিডিয়ায় ভীষণভাবে অ্যাক্টিভ থাকেন। কোনও ঘটনার প্রতিবাদ হোক বা মতামত - প্রতি ক্ষেত্রেই সরব তিনি। এবার রঙ্গোলি সরব হলেন হৃত্বিকের দিদি সুনয়নার উপর হওয়া অত্য়াচারকে নিয়ে। সোশাল মিডিয়ায় তিনি প্রকাশ করলেন খবরটি।
রঙ্গোলি জানিয়েছেন, "সুনয়না রোশন কঙ্গনার কাছে সাহায্য চাইছে, কারণ ওঁর পরিবার ওঁর উপর শারীরিক নির্যাতন করছে। দিল্লিতে একটি মুসলিম ছেলেকে ভালোবাসার অপরাধে ওঁকে এই নির্যাতন সহ্য করতে হচ্ছে। গত সপ্তাহে এক মহিলা পুলিশ চড় মেরেছে সুনয়নাকে, ওঁর বাবাও ওঁকে ধাক্কা মেরেছেন, ওঁর ভাই ওঁকে জেলে ঢোকাতে চায়।"