পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

বাড়িতেই অশান্তি রয়েছে, স্বীকার করলেন হৃতিকের দিদি সুনয়না - সুনয়না রোশন

গুজব শোনা গেছিল যে, হৃতিক রোশনের দিদি সুনয়না রোশন 'বাইপোলার সিনড্রোম'-এ আক্রান্ত। এটাও শোনা গেছিল যে, তিনি চিকিৎসার অধীনে রয়েছেন। তবে সেইসমস্ত জল্পনা ওড়ালেন সুনয়না। বরং এক অন্য় গল্প শোনালেন তিনি।

হৃতিক রোশন

By

Published : Jun 11, 2019, 5:39 PM IST

মুম্বই : পরিবারে মধ্যে থেকেও তিনি আলাদা। রোশন পরিবারের অন্যতম সদস্য হৃত্বিক রোশনের বোন সুনয়না রোশন এমনটাই জানালেন এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে।

বিশদে কিছু বলতে না চাইলেও সুনয়না এটা স্বীকার করেন যে, বাড়িতে অশান্তি রয়েছে। বেশি কথা সামনে এলে তাঁদের পরিবারের ক্ষতি হতে পারে, এই আশঙ্কাতেই তিনি খোলসা করতে চাননি বিষয়টা।

তবে সুনয়না এটা জানান যে, "আমি একই বাড়িতে থাকি, তবে আমার ঢোকার রাস্তা আলাদা। আর আমি আলাদা ফ্লোরে থাকি।"

ক্যানসারকে জয় করেছেন সুনয়না। অতীতে ডিপ্রেশনকেও হার মানিয়েছেন তিনি। রোশন পরিবারকে নিয়ে তাঁর এই স্বীকারোক্তে সত্যিই অনভিপ্রেত, মনে করছে বলিউড।

ABOUT THE AUTHOR

...view details