মুম্বই : পরিবারে মধ্যে থেকেও তিনি আলাদা। রোশন পরিবারের অন্যতম সদস্য হৃত্বিক রোশনের বোন সুনয়না রোশন এমনটাই জানালেন এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে।
বিশদে কিছু বলতে না চাইলেও সুনয়না এটা স্বীকার করেন যে, বাড়িতে অশান্তি রয়েছে। বেশি কথা সামনে এলে তাঁদের পরিবারের ক্ষতি হতে পারে, এই আশঙ্কাতেই তিনি খোলসা করতে চাননি বিষয়টা।