মুম্বই : সুনয়না টুইটারে জানিয়েছিলেন যে, একজন "মুসলিম ব্যক্তি"-র সঙ্গে সম্পর্কে থাকার কারণে রোশন পরিবার তাঁর উপর শারীরিক নির্যাতন চালায় । তিনি আরও বলেছিলেন, "আমি নরকে বাস করছিলাম ।" তাঁর পরিবার তাঁর জীবনকে "অসহনীয়" করে তুলেছিল ।
সুনয়নাকে নিয়ে এ কী বললেন হৃতিক ? - unfortunate situation
'সুপার ৩০'-র প্রোমশনে ব্যস্ত অভিনেতা হৃতিক রোশন । তার মধ্যেই বোন সুনয়নাকে নিয়ে সোশাল মিডিয়ায় ওঠা অভিযোগের বিরুদ্ধে মুখ খুললেন হৃতিক ।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে হৃতিক বলেন, "এটি আমার ও আমার পরিবারের আভ্যন্তরীণ, ব্য়ক্তিগত ও সংবেদনশীল বিষয় ।" অন্য ধর্মের ব্যক্তির সঙ্গে সম্পর্ক থাকার কারণে সুনয়না শারীরিক নির্যাতনের শিকার হয়েছে । এই ব্যাপারে অভিনেতা বলেন, "আমার পরিবারে ধর্ম কোনও বিষয়ই নয় । আমার জীবনে কখনও এটা নিয়ে কোনও আলোচনা বা এটাকে কোনও গুরুত্ব দেওয়া হয়নি । এবং আমি বিশ্বাস করি সারা বিশ্বের কাছে এখন এটি স্পষ্ট ।"
সোশাল মিডিয়ায় রোশন পরিবারের পক্ষে কথা বলেন হৃতিক স্ত্রী সুজ়ান । তিনি বলেন, "দুর্ভাগ্যজনক পরিস্থিতি" । স্ত্রীর মতো একই কথা বলেন হৃতিকও । তিনি বলেন, "অনেক পরিবারকেই এরকম দুর্ভাগ্য়জনক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয় । আমাদের মতো তাঁরাও অসহায় ।"