পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সিনেমা হল না OTT প্ল্য়াটফর্ম ? সুজয় বললেন.. - sujiy ghosh latest news

সিনেমার ভবিষ্যৎ কি OTT প্ল্যাটফর্মেই আটকে ? পরিচালক সুজয় ঘোষ IANS-কে নিজের মত জানালেন ।

sujoy ghosh on ott platform
sujoy ghosh on ott platform

By

Published : May 17, 2020, 4:18 PM IST

মুম্বই : OTT-তে মুক্তি পেতে চলেছে সাতটি ভিন্নভাষী ছবি । অনেকেই মনে করছেন লকডাউন উঠে যাওয়ার পরেও সিনেমা হলে যাওয়ার কথা ভাববেন না দর্শক । পরিচালক সুজয় ঘোষ কী মনে করছেন ?

পরিচালক বললেন, "আমি যখন ছোটো ছিলাম, আমার পাড়ায় একটা লাইব্রেরি ছিল । সেখানকার মেম্বার হলে অনেক বই পড়া যেত । তাই বলে কি কেউ বই কেনা ছেড়ে দিত ?" OTT-তে সিনেমা দেখলে কি সিনেমা হল যাওয়া ছেড়ে দেবেন দর্শক ? প্রশ্ন তুললেন সুজয় ।

তিনি বললেন, "আমি সিনেমায় বিশ্বাস করি, আমি সিনেমা দেখে বড় হয়েছি । একজন সামাজিক জীব হয়ে আমি থিয়েটারে বসেই সিনেমা দেখতে চাইব । আমাদের অবশ্যই সমর্থন করতে হবে ইন্ডাস্ট্রিকে ।"

"আমি তো আমার ছেলে মেয়েকে ল্যাপটপেই সিনেমা দেখতে দেখি । তবে আমি চাই যে, দু'টো ব্যবস্থাই সহাবস্থান করুক, OTT-ও একটা গ্রহণযোগ্যতা পাক ।", জানালেন সুজয় ।

ব্যক্তিগত ভাবে সুজয়ের মনে হয় যে, অক্টোবরের আগে খুলবে না সিনেমা হল ।

ABOUT THE AUTHOR

...view details