মুম্বই : OTT-তে মুক্তি পেতে চলেছে সাতটি ভিন্নভাষী ছবি । অনেকেই মনে করছেন লকডাউন উঠে যাওয়ার পরেও সিনেমা হলে যাওয়ার কথা ভাববেন না দর্শক । পরিচালক সুজয় ঘোষ কী মনে করছেন ?
পরিচালক বললেন, "আমি যখন ছোটো ছিলাম, আমার পাড়ায় একটা লাইব্রেরি ছিল । সেখানকার মেম্বার হলে অনেক বই পড়া যেত । তাই বলে কি কেউ বই কেনা ছেড়ে দিত ?" OTT-তে সিনেমা দেখলে কি সিনেমা হল যাওয়া ছেড়ে দেবেন দর্শক ? প্রশ্ন তুললেন সুজয় ।