মুম্বই : নয় নয় করে অনেক বছর ইন্ডাস্ট্রিতে কাটানো হয়ে গেল সুজয় ঘোষের । এবং অন্য অনেক পরিচালকদের মতো তাঁরও ধারণা যে, পৃথিবীর কঠিনতম কাজ হল ছবি পরিচালনা করা ।
টুইটারে সুজয় লিখেছেন, "ছবি তৈরি করা এই বিশ্বের কঠিনতম কাজ" । এখন কোন ছবি পরিচালনা করছেন তিনি ? না, সেটা জানাননি পরিচালক ।
নভেম্বর মাসে দুটি ছবির ঘোষণা করেছিলেন সুজয় । মিরাজ ক্রিয়েশনের সঙ্গে হাত মিলিয়ে দুটি ছবি আনতে চলেছেন তিনি । দুটি প্রোজেক্টের মধ্যে প্রথমটির নাম 'উমা'। আর দ্বিতীয়টির নাম এখনও ঠিক হয়নি ।
'উমা' ছবিটি পরিচালনা করবেন তথাগত সিং । আর এই ছবির ক্রিয়েটিভ প্রযোজক সুজয় । দ্বিতীয় ছবির নাম এখনও ঠিক হয়নি । তবে শোনা যাচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুরের 'কাবুলিওয়ালা' থেকে অনুপ্রাণিত হয়ে এই ছবিটি তৈরি করা হবে ।
এদিকে সুজয়ের মেয়ে দিয়া অন্নপূর্ণা ঘোষও পরিচালনায় ডেবিউ করেছেন সম্প্রতি । অভিষেক বচ্চনকে নিয়ে 'বব বিশ্বাস'-এর শুটিং করছেন তিনি কলকাতা জুড়ে । বাবা-মেয়ের বেশ ভালো কম্বিনেশন হতে চলেছে বলাইবাহুল্য ।