মুম্বই : 2012 সালে মুক্তিপ্রাপ্ত 'কাহানি' সাড়া ফেলে দেয় দেশজুড়ে । সুজয় আর বিদ্যার যুগলবন্দী খুব পছন্দ করেন দর্শক । আর 2016 সালে সুজয় উপহার দেন 'কাহানি 2' । তবে এই ছবি আগের ছবির সিকুয়েল নয় । সম্পূর্ণ আলাদা গল্পে আলাদা চরিত্রদের নিয়ে তৈরি 'কাহানি 2' ।
শিশুদের উপর যৌন অত্যাচারের বিরুদ্ধে কথা বলে ছবিটি । গর্ভে ধারণ না করলেও যে মা হওয়া যায় সেই বার্তাও রয়েছে ছবিতে । জায়গায় জায়গায় বেশ কিছু নৃশংস দৃশ্যও রেখেছেন সুজয় ।