কলকাতা : আর কয়েকমাসের অপেক্ষা । তারপরেই দরজায় কড়া নাড়বে নতুন অতিথি । এই সময় প্রেগনেন্ট মহিলাদের মধ্যে একটা উদ্বেগ কাজ করে । কিন্তু, সেসবকে পাত্তা না দিয়ে শুভশ্রী গাঙ্গুলি বেশ উপভোগ করছেন তাঁর প্রেগনেন্সি । নেগেটিভিটিকে ধারে কাছে ঘেঁষতে দিচ্ছেন না ।
ইনস্টাগ্রামে দু'টো ছবি শেয়ার করেছেন শুভশ্রী । কালো পোশাকে তাঁর বেবি বাম্প স্পষ্ট । কোনও মেকআপ ছাড়া, গ্ল্যামারের চাকচিক্য ছাড়া যেন প্রকৃতির মতো দাঁড়িয়ে রয়েছেন তিনি, গর্ভে আর একটা প্রাণ নিয়ে ।